Breaking News

একদিকে করোনা অন্যদিকে ফের দুর্যোগ! ঘূর্ণিঝড়ের জন্য জরুরি ব্যবস্থা নিতে জেলাশাসকদের নির্দেশ নবান্নের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আগামী সপ্তাহের প্রথমেই সম্ভবত বাংলাতে হানা দেবে ঘূর্ণিঝড় ইয়াস। আর সেই ঘূর্ণিঝড় নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া মাত্র বৈঠকে বসেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে থেকে প্রস্তুতির নির্দেশ প্রশাসনকে। ঘূর্ণিঝড় এবং আগত বর্ষা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বৈঠক হয় বৃহস্পতিবার | এর পরই বর্ষা, ঘূর্ণিঝড়ের জন্য জরুরি ব্যবস্থা নিতে নবান্ন থেকে নির্দেশ পৌঁছায় জেলাশাসকদের উদ্দেশে | অন্যদিকে, মোকাবেলায় একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে |

কী বলা হল নির্দেশে :-

* জেলা, মহকুমা, ব্লক স্তরে কন্ট্রোল রুম কার্যকর রাখতে হবে|

* পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে ঘূর্ণিঝড়, সে কথা মাথায় রেখে ছুটি বাতিল করা হবে |

*বন্যা, ঘূর্ণঝড় ত্রাণ শিবির, স্কুল, কলেজগুলিকে কোভিডবিধি মেনে প্রস্তুত রাখতে হবে |

*সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে নিয়ে অবিলম্বে বৈঠকে বসতে হবে |

*মোবাইল সংযোগ ঠিক রাখার জন্য টেলিকম সংস্থাগুলির সঙ্গেও বৈঠক করতে হবে |

*উপকূলীয় এলাকায়, বিশেষত উপকূলীয় ব্লকগুলিতে ২৪x৭ কন্ট্রোল রুম চালু করে মানুষকে সতর্ক করতে হবে | মাছ ধরতে যাওয়ায় নিয়ন্ত্রণ জারি করতে হবে |

*অসামরিক সুরক্ষা ব্যবস্থা এবং কুইক রেসপন্স টিমকে প্রস্তুত রাখতে হবে |

* বন্যাপ্রবণ এলাকার জনসংখ্যার তথ্য কম্পিউটারাইজড হয়েছে, তা আপডেট করতে হবে |

*জরুরিকালীন পরিস্থিতি তদারকির জন্য জেলায় বাধ্যতামূলক ভাবে ড্রোন নজরদারি ব্যবস্থা প্রস্তুত রাখতে হবে|

*সেচ বাঁধগুলির পরীক্ষা এবং মেরামত করতে হবে জরুরি ভিত্তিতে |

*উদ্ধারকারী দলের সদস্যদের জন্য মাস্ক, পিপিই কিট মজুত রাখতে হবে |

নবান্নের শীর্ষ কর্তা থেকে জেলা প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী | ইতিমধ্যে আলিপুর হাওয়া অফিসের তরফে নবান্নকে ঝড়ের সমস্ত তথ্য দেওয়া হচ্ছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *