বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়| কিছুদিন আগে আরব সাগরের তৈরি হওয়া ঘূর্ণিঝড় তাওটের দাফতের জেরে গোয়া, মহারাষ্ট্র, গুজরাট সহ একাধিক রাজ্যে ধ্বংসলীলা চালিয়ে গিয়েছে | রাজ্যে আমফানের স্মৃতি এখনও পর্যন্ত টাটকা এর মধ্যে রাজ্যবাসী রাতের ঘুম উড়িয়ে দিয়েছে ঘূর্ণিঝড় “যশ”সতর্ক বার্তা | ইতিমধ্যে দুই ২৪ পরগণার উপকূলবর্তী এলাকায়গুলিতে জারি হয়েছে লাল সতর্কবার্তা | দক্ষিণ ২৪ পরগণা সুন্দরবনের বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে মাইকিং | দক্ষিণ ২৪ পরগণা জেলা মৎস্য দফতর এর পক্ষ থেকে বিভিন্ন মৎস্য বন্দরগুলির মাইকিং এর মাধ্যমে সতর্কীকরণ করা হচ্ছে মৎস্যজীবীদের | আগামী ২৩ ও ২৬ তারিখের রাজ্য আছে পড়তে পারে ঘূর্ণিঝড় “যশ” এমনটাই জানিয়েছে হাওয়া অফিস | ২৬ তারিখ পর্যন্ত গভীর সমুদ্রের মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দফতর | যে সকল মৎস্যজীবীরা গভীর সমুদ্রের মাছ ধরছে সেই সকল মৎস্যজীবীদের নিরাপদে উপকূলে লাগোয়া বন্দরগুলোতে ফেরানোর ব্যবস্থা শুরু করেছে মৎস্য দফতর | শুক্রবার সকালে ডায়মন্ডহারবার ,কাকদ্বীপ, নামখানা, বকখালি, সহ জেলার বিভিন্ন মৎস্য বন্দর গুলিতে মাইকিং এর মাধ্যমে মৎস্যজীবীদের সতর্কীকরণ করা হচ্ছে|
রাজ্যে একে করোনার দাপট তার জেরে লকডাউন দুবেলা-দুমুঠো খাবারের যোগান করতে গিয়ে হিমশিম খাচ্ছে রাজ্যবাসী | তার উপর “যশের” চোখ রাঙানি|বঙ্গোপসাগরের তৈরি হয়েছে গভীর নিম্নচাপ তার শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে | এই ঘূর্ণিঝড়ের নাম “যশ”ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান | আবহাওয়াবিদরা অনুমান করছে, ঘূর্ণিঝড় আছড়ে পড়বে দীঘা শঙ্করপুর উপকূলে | যশ তাণ্ডবলীলা চালাবে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণার বিস্তীর্ণ অঞ্চলে | যশের গতিমুখ সুন্দরবনের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে | বাংলাদেশ ও ব্যাপক তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় ‘যশ’ | এর তীব্রতা আমফানের থেকেও বেশি হতে পারে |