Breaking News

করোনা মুক্তির পরও শেষরক্ষা হল না, প্রয়াত নলহাটির প্রাক্তন বিধায়ক মইনুদ্দিন শামস!রাজনৈতিক মহলে শোকের ছায়া

প্রসেনজিৎ ধর :- করোনার কবল থেকে সুস্থ হওয়ার পর প্রয়াত বীরভূমের নলহাটির প্রাক্তন বিধায়ক মইনুদ্দিন শামস | রবিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি | জানা গিয়েছে, তাঁর শরীরে করোনাভাইরাসের একাধিক উপসর্গ দেখা দিয়েছিল | তাই তাঁকে কোভিড টেস্টের পরামর্শ দেন চিকিৎসকরা | ৫ মে তাঁর করোনা ধরা পড়ে | তারপর থেকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে | চারদিন আগে তিনি করোনা-মুক্ত হয়ে বাড়ি ফেরেন বলে জানা গেছে | তারপর আবার অসুস্থ হয়ে পড়েন এবং রবিবার সকালে মৃত্যু হয় তাঁর | এই খবরে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে | পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় সদস্যরা| একসময় ফরোয়ার্ড ব্লকের নেতা ছিলেন মইনুদ্দিন শামস। ২০১৬-র কিছু আগে দলত্যাগ করে তৃণমূলে যোগ দেন | ২০১৬ সালে তৃণমূলের টিকিটে লড়ে নলহাটি কেন্দ্র থেকে বিধায়ক হন | তবে একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি দল | আর তাতে ক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এই রাজনীতিবিদ | যদিও পরাজয়ের মুখ দেখতে হয়েছিল তাঁকে |প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু হয়েছে বহু রাজনৈতিক ব্যক্তিত্বের | করোনা সংক্রমিত হয়ে মারা যান সামসেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থী | প্রয়াত হন তেহট্টের প্রাক্তন বিধায়ক গৌরীশঙ্কর দত্ত | নির্বাচন চলাকালীন মৃত্যু হয় খড়দহের কাজল সিনহার |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *