Breaking News

‘দুয়ারে অক্সিজেন’, সৌজন্যে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র,মোট দশটি অক্সিজেন সিলিন্ডার আনা হল এই কর্মসূচির আওতায়!

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- বেলাগাম করোনা সংক্রমণ রুখতে মরিয়া রাজ্য সরকার | পথে নেমে কাজ করছেন অনেক বিধায়করাই |সোনারপুর দক্ষিণের তারকা বিধায়ক লাভলী মৈত্রের উদ্যোগে চালু হল ‘দুয়ারে অক্সিজেন প্রকল্প | রবিবার, এই কর্মসূচিতে যোগ দিলেন বিধায়ক লাভলী মৈত্র | তিনি নিজে হাতেই কর্মসূচির উদ্বোধন করলেন | ৪৭ লিটারের তিনটি ও বাকি ১০ লিটারের সাতটি নিয়ে মোট দশটি সিলিন্ডার আনা হল এই কর্মসূচির আওতায় | এছাড়াও, থাকছে ভেপার মেশিন ও অক্সিমিটার | এলাকায় কোনও ব্যক্তির অক্সিজেনের প্রয়োজন পড়লে সঙ্গে সঙ্গেই দলের কর্মীরা গিয়ে সেই বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে আসবে | দেওয়া হবে অক্সিমিটারও | সবটাই হবে বিনামূল্যে | এর জন্য দেওয়া হয়েছে তিনটি হেল্পলাইন নম্বরও | ওই তিনটি নম্বরে ফোন করে যোগাযোগ করলে বাড়ির দুয়ারে পৌঁছে যাবে অক্সিজেন | পাশাপাশি, কোনও রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শ মেনে সেই রোগীকে হাসপাতালে ভর্তি করার বন্দোবস্তও করা হচ্ছে | এদিন বিধায়ক লাভলী মৈত্র বলেন, “মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই দুয়ারে অক্সিজেনের কাজ শুরু হল | আপাতত দশটি সিলিন্ডার দিয়ে কাজ চলছে | সংখ্যাটা এরপরে আরও বাড়াবো হবে | আশা করি খুব দ্রুত আমরা এই কাজ করতে পারব |” প্রসঙ্গত,কিছুদিন আগেই, সোনারপুরের উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগমের উদ্যোগে চালু হয়েছিল ‘আশ্বাস প্রকল্প’ | বাড়ি বাড়ি গিয়ে খাবার দেওয়া থেকে শুরু করে করোনা রোগীর বাড়ি অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া, এসবই চলছে আশ্বাস প্রকল্পের হাত ধরে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *