নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- রবিবার সকালে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দমদম পার্কে| মৃতের নাম প্রসেনজিৎ দাস (৪০),তিনি দমদম পার্কের হরিচাঁদপল্লির বাসিন্দা | পরিবার সূত্রে খবর, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই হামলার আশঙ্কায় গা ঢাকা দিয়েছিলেন দমদম পার্কের বিজেপি কর্মী প্রসেনজিৎ দাস | বাবার শারীরিক অসুস্থতার কারণে বাড়ি ফিরে আসেন তিনি বলে জানা গেছে | তখনই এলাকার দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ পরিবারের | তারপর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছিলেন প্রসেনজিৎ | রবিবার সকালে গলায় গামছার ফাঁস লাগিয়ে শেষ অবধি আত্মঘাতী হন ওই যুবক বলে অভিযোগ |
পরিবাররের অভিযোগ, নিগ্রহের আতঙ্কে আত্মঘাতী হয়েছেন প্রসেনজিৎ | এ বিষয়ে বিধাননগর পৌরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা চক্রবর্তী সমস্ত অভিযোগ অস্বীকার করেন|তাঁর বক্তব্য, ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন | তাঁর স্ত্রী ঘর ছেড়ে চলে যাওয়ায় বেশ কয়েক মাস ধরে ঘর থেকে বের হতেন না| মানসিক অবসাদেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ | এর মধ্যে কোন রাজনৈতিক যোগ নেই| তবে দেহটিকে ময়নাতদন্তের জন্য আর.জি.কর হাসপাতালে পাঠানো হয়েছে | ঘটনার তদন্তে নেমেছে পুলিশ| এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা |