Breaking News

মালদহের সামসিতে ভেজাল সরষের তেল কারখানার হদিশ মহকুমা শাসকের, ওই কারখানার পাঁচ কর্মীকে আটক পুলিশের,মালিক পলাতক

অভিষেক সাহা, মালদহ :- লকডাউন কেমন চলছে রবিবার সেই লকডাউন দেখতে বেরিয়ে ভেজাল সরষের তেল কারখানার হদিশ মহকুমা শাসকের, মালদহের সামসির ঘটনা | মালিক পলাতক হলেও ওই কারখানার পাঁচ কর্মীকে আটক পুলিশের |করোনা প্রতিরোধে রাজ্য জুড়ে চলছে লকডাউন | আর রবিবার সেই লকডাউন দেখতে বেরিয়েছিলেন মহকুমা শাসক | কিন্তু যা দেখলেন, তাতে চক্ষু চড়কগাছ তাঁর | সামসীর কান্ডারণে তখন একটি গুদামে চলছিল ভেজাল সরষের তেল তৈরি | কাজ করছিল বেশ কয়েকজন শ্রমিক | লকডাউনের মধ্যে ফ্যাক্টরিতে কাজ হতে দেখেই মহকুমাশাসক সেখানে ঢুকে পড়েন | সঙ্গে ছিলেন এক স্বাস্থ্যকর্তাও| দেখা যায় সেখানে সাধারণ পাম তেলের সঙ্গে নানাবিধ রাসায়নিক, রং, গন্ধ মিশিয়ে তৈরি করা হচ্ছে ভোজ্য তেল | অবিকল সরষের তেলের রং আর গন্ধ | যা দেখে শুনে চোখ কপালে ওঠে প্রশাসনিক কর্তার | খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, সামসীর এক ব্যবসায়ী সঞ্জয় সাহা এই ফ্যাক্টরির মালিক | খোঁজ শুরু হয় মালিকের | কিন্তু বিপদের গন্ধ পেয়ে ততক্ষণে গা ঢাকা দিয়েছে সেই অসাধু ব্যবসায়ী | এরপরেই মহকুমাশাসক চাঁচল থানায় খবর দেন | পুলিশ ঘটনাস্থলে এসে ওই ফ্যাক্টরির পাঁচ কর্মীকে আটক করে নিয়ে যায় | বাজেয়াপ্ত করা হয় ফ্যাক্টরির যাবতীয় সামগ্রী এবং উৎপাদিত ভোজ্য তেল|

এ বিষয়ে মহকুমা শাসক সঞ্জয় পাল জানান, তিনি আজ লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখছিলেন, তখনই সামসীর কান্ডারণে এই ভেজাল সরষের তেল তৈরির কারখানা তাঁর নজরে আসে | তিনি গোটা বিষয়টি চাঁচল থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন | পুলিশকে এর বিরুদ্ধে যথাযথ তদন্ত করতে বলা হয়েছে |প্রসঙ্গত,এবারেই প্রথম নয়, বছর দুয়েক আগেও এই ফ্যাক্টরিতে ভেজাল সরষের তেল তৈরির সময় হাতেনাতে ধরে ফেলেছিলেন প্রশাসনিক কর্তারা | তারপরেও কীভাবে একই ফ্যাক্টরিতে সেই কাজ চলছে, তা নিয়ে প্রশ্ন উঠছে|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *