নিজেস্ব সংবাদদাতা,হুগলি :- উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি ভট্টাচার্য তাঁর নিজের লোকেদের করোনা টিকার ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রভাবিত করছেন এমন অভিযোগ ওঠল | আজ কোন্নগর কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে পঞ্চায়েত,জেলাপরিষদ,পঞ্চায়েত সমিতি,পুলিশকর্মীদের করোনার টিকাকরণের দিন এমনই অভিযোগ | আজকের টিকাকরণ নিয়ে এই চাপানউতর দিনভর অব্যাহত | রবিবার কোন্নগর কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে করোনার টিকাকরণ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় | এদিন ছিল পঞ্চায়েত, জেলাপরিষদ এবং পঞ্চায়েত সমিতি এবং পুলিশকর্মীদের টিকাকরণ | কিন্তু অভিযোগ উঠেছে পঞ্চায়েত সমিতির সভাপতি তার নিজের লোকেদের টিকার ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রভাবিত করছেন |
তবে এই অভিযোগের ব্যাপারে কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছালাল যাদব সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন উনি একজন পঞ্চায়েত সমিতির সভাপতি উনি টিকা কেন্দ্রের ভেতরে যেতেই পারেন | তবে তিনি এও বলেন, যে অভিযোগ উঠছে প্রভাব খাটানোর ব্যাপারে সে ব্যাপারটা যদি হয় তাহলে সেটা ঠিক নয় |অন্যদিকে এ ব্যাপারে অভিযোগের তীর যার দিকে সেই উত্তরপাড়া শ্রীরামপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি ভট্টাচার্য্য বলেন সম্পূর্ণ বাজে কথা,আমি কোনো প্রভাব খাটায় নি,এখানকার পরিস্থিতি তো আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কোন গন্ডগোল নেই আমার বিরুদ্ধে যে অভিযোগ সেটা সম্পূর্ণ মিথ্যা | তিনি আরও বলেন, এখানে ব্লক মেডিক্যাল অফিসার আছেন তিনি,যথেষ্ট বিজ্ঞ মানুষ | তাঁর সামনে টিকাকরণ হচ্ছে অতএব আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয় |
এ বিষয়ে নবগ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান গৌর মজুমদার সরাসরি সমিতির সভাপতি দীপ্তি ভট্টাচার্য এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন সমিতির সভাপতি যেখানেই যান সেখানেই অশান্তি সৃষ্টি করেন |
Hindustan TV Bangla Bengali News Portal