Breaking News

‘সহযোগিতার কথা বলেও বঞ্চনা’, ওড়িশাকে ৬০০ কোটি, বাংলাকে ৪০০ কোটি!’,’ইয়াস’ নিয়ে শাহি-বৈঠকের পর বললেন মমতা বন্দোপাধ্যায়

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | ‘ইয়াস’-এর আগেই শুরু হয়ে গেল কেন্দ্র-রাজ্য সংঘাত | ফের বাংলা বঞ্চনার শিকার বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| অমিত শাহের বৈঠকের পর মমতা জানিয়েছেন, ‘ইয়াসের জন্য ওডিশাকে ৬০০ কোটি ও বাংলাকে ৪০০ কোটি টাকা অগ্রিম দেওয়া হবে |’ বাংলা বড় জেলা হওয়া সত্ত্বেও কেন এই ভেদ, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি | ওই বৈঠক নিয়ে দুপুরে নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,”আজ সকালে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও বাংলাকে নিয়ে বৈঠক করেছিলেন অমিত শাহ বাবু | ওই বৈঠকে ওঁরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন | অগ্রিম টাকা দেওয়ার কথা জানিয়েছেন | সেটা রাজ্যের প্রাপ্য থেকেই দেবে| ওড়িশা ও অন্ধ্রপ্রদেশকে দেওয়া হচ্ছে ৬০০ কোটি টাকার উপরে | আর বাংলাকে ৪০০ কোটির মতো |’এ কথা শুনে মমতা প্রশ্ন করেন, ‘আকারে বড় রাজ্য ও বেশি জনসংখ্যা থাকা সত্ত্বেও কেন বাংলার ক্ষেত্রে কম টাকা বরাদ্দ করা হল?’ উত্তরে অমিত শাহ জানিয়েছেন, ‘এর পিছনে সায়েন্স আছে |’ সাংবাদিক বৈঠকে মমতা সেই জবাব প্রসঙ্গে বলেন, ‘আমি একটু-আধটু পলিটিক্যাল সায়েন্স বুঝি, সায়েন্স টা ঠিক বুঝি না |’ এমনকি আমফানের ক্ষয়ক্ষতি কেন্দ্রীয় দল দেখে গেলেও একটা টাকা সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেন মমতা | তাঁর কথায়,”আমরা কেন আমাদের টাকা পাচ্ছি না? আগেরবারও আমফানের সময় কেন্দ্রীয় দল এল | শেষপর্যন্ত কিছুই হল না | মাছের তেলে মাছ ভাজা হল| ১০০০ কোটি টাকা অগ্রিম আমাদের টাকা থেকে দেওয়া হল | বুলবুলে পেলাম না, আমপানে পেলাম না! কোভিডেও টাকা পেলাম না| আবার আর একটা ঝড় আসছে |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *