প্রসেনজিৎ ধর, কলকাতা :- ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় |বৃহস্পতিবার দুপুরে এক টুইটে বেনজিরভাবে মুখ্যমন্ত্রীর দায়দ্ধতার প্রশংসা করেন তিনি | এদিন টুইটে ধনখড় লেখেন, ‘ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়বদ্ধতা প্রশংসনীয় |’ সঙ্গে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, উপকূলরক্ষী, বিএসএফ, এনডিআরএফ ও আবহাওয়া দফতরের অবদানের কথা মনে করান তিনি | সঙ্গে ত্রাণকাজে স্বচ্ছ্বতা বজায় রাখার ব্যাপারে রাজ্য সরকারকে সতর্ক করেন ধনখড় | লেখেন, ‘সরাসরি দুর্গতদের হাতে ত্রাণ পৌঁছনো উচিত |’ প্রসঙ্গত,বিধানসভা নির্বাচনের আবহে এবং ভোটের পর নানা কারণে কেন্দ্র ও রাজ্য সংঘাত বারবার প্রকাশ্যে এসেছে | কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে সব বিরোধ ভুলে রাজ্যের পাশে থাকতে দেখা গেল রাজ্যপালকে| এমনকি গত মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য সরকারের ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে নবান্নে হাজির হন রাজ্যপাল জগদীপ ধনখড় সেখানে তাঁকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব | এরপর রাজ্যপালকে নবান্নের কন্ট্রোল রুমে নিয়ে যান মমতা | সেখানে মমতার পাশে বসে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেন রাজ্যপাল | তারপর এদিনের টুইটে দুজনের সম্পর্কের বরফ গলে কি না সেটাই দেখবার বিষয় |