দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনা আবহে মাধ্যমিক,উচ্চমাধ্যমিক নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য | জুলাইয়ের শেষে উচ্চ মাধ্যমিক ও আগস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা, বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তবে দেড় ঘণ্টা করে হবে একেকটি পরীক্ষা| পরীক্ষাকেন্দ্র হবে যার যার স্কুলে। তবে পরীক্ষার দিনক্ষণ ঠিক করবে সংশ্লিষ্ট পর্ষদ | মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা অনিশ্চয়তায় ভুগছেন | তাঁদের উদ্বেগ কাটাতে আমরা প্রাথমিকভাবে ঠিক করেছি মাধ্যমিক পরীক্ষা হবে আগস্টের দ্বিতীয় সপ্তাহে | শুধুমাত্র ৭টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা দিতে হবে | যে পড়ুয়া যে স্কুলে পড়ে সেখানেই তার পরীক্ষাকেন্দ্র হবে। পরীক্ষা হবে দেড় ঘণ্টার | সাত দিনের মধ্যে শেষ হবে পরীক্ষা | ঐচ্ছিক বিষয়ের নম্বর স্কুলের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ হবে |’ এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘যেহেতু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপার থাকে তাই তাদের পরীক্ষা আগে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে | উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুলাইয়ের শেষ সপ্তাহে | এখানেও ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে | ঐচ্ছিক বিষয়ের নম্বর স্কুলে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ হবে | দেড় ঘণ্টা করে এক একটি পরীক্ষা | এক্ষেত্রেও সিট পড়বে যার যার স্কুলে |’ মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, করোনাবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষার ব্যবস্থা হবে | প্রশ্নপত্র ও উত্তরপত্র জমা থাকবে থানায় | পরীক্ষার আগে পরীক্ষাকেন্দ্রগুলিকে স্যানিটাইজ করতে হবে | মাধ্যমিকের নির্ঘণ্ট মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরে ঘোষণা করবে | প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিতে আদৌ মাধ্যমিক -উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে কি না তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছিল পরীক্ষার্থীরা | তবে দিন কয়েক আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, অতিমারী পরিস্থিতি কেটে গেলেই পরীক্ষা দু’টি নেওয়া হবে | আর এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর উদ্বেগ কমল পড়ুয়াদের মধ্যে |