নিজস্ব সংবাদদাতা, নদিয়া :- বৃহস্পতিবার দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, ব্যাপক বোমবাজি | এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নদিয়ার নাকাশিপাড়ায়| বেশ কয়েকজন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর| আহতদের প্রথমে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় | সেখান থেকে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে এক জন তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে | ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়ার | স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ ছিল ক্ষমতা প্রদর্শন নিয়ে| পূর্বেও বেশ কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষ হয়
ফের অশান্তির সূত্রপাত হয় বৃহস্পতিবার সকালে | এলাকারই একটি মাঠে গরু বাঁধাকে কেন্দ্র করে বচসা শুরু হয় দুপক্ষের মধ্যে| সেই অশান্তি থেকেই ঘটনা বোমাবাজি পর্যন্ত পৌঁছয় | কিছুক্ষণের জন্য বচসা থেমে গেলেও ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে | জানা গিয়েছে, বেলা সাড়ে দশটা নাগাদ গ্রামের কয়েকজন বাসিন্দা হাট থেকে ফিরছিলেন | অভিযোগ সেই সময়ই কয়েকজন যুবক তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় | সেই সঙ্গে এলাকাতে ব্যাপক বোমাবাজিও হয় | শুধু তাই হয় বাড়ি ঢুকেও কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ | এই ঘটনায় আক্রান্তদের মধ্যে একজন তৃণমূল কর্মী | তাঁর স্ত্রীর অভিযোগ, স্বামী ঘরেতেই ছিলেন কিন্তু আচমকাই জনা কয়েক যুবক ঘরে ঢুকে তাঁকে গুলি করে | আক্রান্তদের প্রথমে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়| আহতদের অভিযোগ অভিযুক্তরা বেশিরভাগই বিজেপি কর্মী | এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি | ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ | ঘটনা প্রসঙ্গে এলাকার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, “এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব,বিজেপি গুলি-বোমা নিয়ে রাজনীতি করে না | এটা তৃণমূলের লোকেদের পুরনো ঝামেলা|” অন্যদিকে, নাকাশিপাড়া তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ বলেন,”গরু বাঁধাকে কেন্দ্র করেই সমস্যা শুরু | এটা একটা গ্রাম্য বিবাদ | পুলিশ তদন্ত করছে |তবে কী এমন ঘটল, যে গোলাগুলি চলল তা খতিয়ে দেখছি। গোষ্ঠীদ্বন্দ্বের দাবি বাজে কথা |এরকম কিছুই নয় | আসল কারণ জানতে খোঁজ খবর চলছে |”