Breaking News

ইয়াস-এর তাণ্ডবে রাজ্যের মোট আর্থিক ক্ষতির খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী,’দুয়ারে ত্রাণ’ নিয়ে যাচ্ছে রাজ্য!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিপর্যয় কাটলেই সবচেয়ে দ্রুত উদ্ধারকাজ, ক্ষতিপূরণের কাজ শুরু হবে | সেইমতো ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ঘূর্ণিঝড়ের বিধ্বস্ত এলাকা সাজিয়ে গুছিয়ে নিতে এবং ক্ষতিপূরণে কাজ শুরুর ব্লু-প্রিন্ট ছকতে শুরু করলেন মুখ্যমন্ত্রী | বৃহস্পতিবার বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী হিসেব দেখালেন, সবমিলিয়ে ১৫ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে | ৩ থেকে ১৮ জুন দুয়ারে ত্রাণ প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী | প্রসঙ্গত,গতবছর ঠিক এইসময়ে ‘আমফান’ ঝড়ের সময়েও রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য একটি আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় | ইয়াস ঘূর্ণিঝড় রাজ্যে শুধুই ছুঁয়ে চলে গিয়েছে আর তার জেরেই পূর্ব মেদিনীপুর, সাগর ও সুন্দরবন সংলগ্ন এলাকা ধ্বংস্তুপে পরিণত হয়েছে | এদিন মারা গিয়েছে বহু গবাদি পশু, পুকুরে কিংবা চাষের জমিতে নোনাজল ঢুকে ক্ষতি হয়েছে|বহু বাড়ি ঘড় ভেঙেছে | আশ্রয়হীন মানুষেরা ত্রাণে রয়েছেন | তাদের বাড়ি তৈরি, চাষের কাজের জন্য সাহায্যে ও ক্ষয়ক্ষতি বাবদ আর্থিক সাহায্যের জন্য এই পরিমাণ অর্থ বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী | এদিন তিনি নবান্নে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ১৫ হাজার কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে | আজও অশোকনগরে অনেকগুলি বাড়ি ভেঙেছে | শান্তিপুর, নদিয়া ক্ষতিগ্রস্থ হয়েছে | বহরমপুরে বাজ পড়ে দু’জন মারা গিয়েছে | জল কমলে ফিল্ডে গিয়ে সার্ভে করা হবে |’ এদিন বিপর্যয় মোকাবিলা বাহিনী, খাদ্য দফতর, পানীয় জল, প্রাণীসম্পদ দফতর, মৎস্য দফতর, বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিং বসেছিলেন মুখ্যমন্ত্রী | সেখানেই তিনি বাঁধ ভাঙা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন | তিনি জানান, এত টাকা খরচ করে বাঁধ ও রাস্তা করা হচ্ছে, প্রত্যেক বছর ভেঙে যাচ্ছে | এবার থেকে যারা রাস্তার টেন্ডার নেবে তাদেরই তিনবছর বাঁধ ও রাস্তা দেখভাল করতে হবে | মুখ্যসচিবের নেতৃত্বে তৈরি করলেন টাস্ক ফোর্স | আপাতত রাজ্য সরকারের তরফে ১ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে এই কাজের জন্য | এই টাকা যাতে ঠিকমতো খরচ করা হয়, তা নিয়ে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী | এবার আর কারও মাধ্যমে নয়, যিনি ক্ষতিগ্রস্ত, তিনি সরাসরিই আবেদন জানাতে পারবেন | এরপর ১৯ থেকে ৩০ জুন এই সময়ে আবেদনগুলি খতিয়ে দেখা হবে | তারপর ১ থেকে ৮ জুলাইয়ের মধ্যে সরাসরি ক্ষতিগ্রস্তরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাবেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *