Breaking News

অ্যাপে প্রযুক্তিগত ত্রুটি, ভ্যাকসিনের স্লট-বুকিং পিছোল কলকাতা পুরসভা, প্রথম ডোজের টিকার নথিভুক্তিকরণ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রযুক্তিগত ত্রুটির জন্য কলকাতায় ৪৫ ঊর্ধ্বদের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজের নাম নথিভুক্ত করা গেল না বৃহস্পতিবার | কাল থেকে ফের শুরু হবে কোভিশিল্ডের প্রথম ডোজের স্লট বুকিং | শনিবার থেকে মিলবে টিকা | বৃহস্পতিবার এমনই জানানো হয়েছে পুরসভার তরফে | পুরসভার তরফে জানানো হয়েছে, অ্যাপে ত্রুটি থাকার জন্য বৃহস্পতিবার ৪৫ উর্ধ্বরা প্রথম ডোজের জন্য নাম নথিভুক্ত করা যাচ্ছে না | পুর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন, কাল সকাল ১১টা থেকে স্লট বুকিং শুরু হবে | শনিবার থেকে মিলবে কোভিশিল্ডের প্রথম ডোজ | পুরসভার তরফে জানানো হয়, ৮৩৩৫৯৯৯০০০ নম্বরে নাম, বয়স, আধার ও ফোন নম্বর দিয়ে মেসেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে | এর সঙ্গে জানাতে হবে বরো ও ওয়ার্ড নম্বর | এরপর কবে কখন কোথা থেকে টিকা নিতে হবে তা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে পুরসভার তরফে | নাম নথিভুক্ত করে না গেলে টিকা মিলবে না | পুরসভার তরফে জানানো হয়েছে শনিবার থেকেই ১০২টি স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে |অ্যাপে প্রযুক্তিগত ত্রুটির কারণে ভ্যাকসিনের স্লট বুকিং পিছোল কলকাতা পুরসভা | কো-উইন অ্যাপের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২২ লক্ষ ২৭ হাজার ৮৪২ জন ভ্যাকসিনের দুটি ডোজ পেয়েছেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *