সৃজিতা মুখার্জি:- এতদিন পর্যন্ত সংসদের ক্যান্টিনে খাবার কিনলে সাবসিডি পেতেন সাংসদরা। কিন্তু এবার থেকে বন্ধ হতে চলেছে সেই সুবিধা। সংসদ ভবনের ক্যান্টিনে সাবসিডি খাবার বন্ধের ঘোষণা করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এতোদিন বছরে সংসদ ভবনের পরিসরে থাকা ক্যান্টিনে ১৭ কোটি টাকার ভর্তুকি দেওয়া হত। কিন্তু এবার থেকে নির্ধারিত দামেই সংসদ ক্যান্টিন থেকে খাবার কিনতে হবে সাংসদদের।

এর আগেই অনেকটাই সস্তায় খাবার কিনতে পারতেন সংসদরা। থ্রি কোর্স মিল-এর দাম ছিল মাত্র ১০৬ টাকা। অন্যদিকে মাত্র ৫০ টাকায় মিলতো চিকেন কারি এবং ভেজ থালির দাম ছিল ৩৫ টাকা। ধোসা পাওয়া যেতো মাত্র ১২ টাকায়। কিন্তু এবার থেকে আর মিলবে না এই বিশেষ দাম। প্রসঙ্গত, বছর দুয়েক আগেই সাংসদ ক্যান্টিনে ভর্তুকি তুলে দেওয়ার দাবি উঠেছিল। এবার সেই দাবিই মেনে নিলেন দিলের ওম বিড়লা।
Hindustan TV Bangla Bengali News Portal