Breaking News

কিছুটা স্বস্তির খবর! রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ নামল ১৩ হাজারে,গত ২৩ মে-র পর এই সংখ্যা সর্বনিম্ন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- উদ্বেগ কাটিয়ে ক্রমশই রাজ্যে ফিরছে স্বস্তি | লকডাউনের ফলে ক্রমশই রাজ্যে নিম্নমুখী করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু | গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ এক ধাক্কায় নেমে এসেছে ১৩ হাজারের ঘরে|| দৈনিক মৃত্যুও দেড়শ’র ঘরের নিচে নেমেছে | দৈনিক সংক্রমিতের তুলনায় দৈনিক সুস্থতার হার বেশি হওয়ায় একদিনে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ হাজারের বেশি কমেছে | সবচেয়ে সুখবর কলকাতার জন্য| মহানগরে দৈনিক সংক্রমণ দেড় হাজারের গণ্ডির নিচে নেমেছে| বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘আগের দিনের তুলনায় রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনার নমুনা পরীক্ষা কিছুটা কম হয়েছে | নতুন করে নমুনা পরীক্ষা হয়েছে ৫৭ হাজার ১৬৫টি | নয়া নমুনা পরীক্ষায় আরও ১৩ হাজার ৪৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে | এ নিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লক্ষ ৩১ হাজার ২৪৯ জনে | নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার অনেকটাই হ্রাস পেয়েছে | গত ২৪ ঘন্টায় শনাক্তের হার বা পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ২২ দশমিক ৮২ শতাংশে | পাশাপাশি দীর্ঘদিন বাদে দৈনিক মৃত্যু দেড়শ’র গণ্ডির নিচে নামল | একদিনে নতুন করে প্রাণ হারিয়েছেন ১৪৮ জন | যার ফলে রাজ্যে এ নিয়ে করোনার বলি হলেন ১৪ হাজার ৯৭৫ জন |’

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ১২১ জন | এ নিয়ে রাজ্যে মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১১ লক্ষ ৯৯ হাজার ১২০ জন| সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯০ দশমিক ০৭ শতাংশ | সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়াল ১ লক্ষ ১৭ হাজার ১৫৪ জনে |’ সবচেয়ে স্বস্তি দিয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগণার করোনা পরিস্থিতি | গত ২৪ ঘন্টায় কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছেন এক হাজার ৪৮৯ জন। প্রাণ হারিয়েছেন ৩২ জন | পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৯৭৫ জন | আর মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৪২ জন | সংক্রমণের নিরিখে রাজ্যে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগণা | ওই জেলায় নতুন করে আরও এক হাজার ৯৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে | হাওড়ায় ১,০৪৯ জন, হুগলিতে ৫৯৬ জন, পশ্চিম বর্ধমানে ৬৮৪ জন নতুন করে সংক্রমিত হয়েছেন | এদিকে আরও ৫০ হাজার ডোজ় কোভ্যাকসিন এল বাংলায় | কেন্দ্রের তরফে পাঠানো হয়েছে এই ভ্যাকসিন | আরও এক লক্ষ ডোজ় কোভিশিল্ড আসবে আজ, শুক্রবারই। এদিন বিকালেই তা বাংলায় পৌঁছে যাওয়ার কথা রয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *