Breaking News

নারদ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন ফিরহাদ-সুব্রত-মদন-শোভন, অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- নারদ কাণ্ডে ধৃত ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ | ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁদের অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিল আদালত |অবশেষে কিছুটা স্বস্তি পেল তৃণমূল কংগ্রেস | নারদ মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায় |হাইকোর্টে আজ খুব কম সময়ের মধ্যেই নারদ মামলা শুনানি শেষ হয়ে যায় | সওয়াল জবাবে আজ কিছুটা চাপেই পড়ে যান সিবিআইয়ের আইনজীবী ও সিলিসিটর জেনারেল তুষার মেহতা|তিনি আদালতে আবেদন করেন, ওই চার নেতাকে জামিন দেবেন না| কারণ তা হলে তাঁরা মামলায় প্রভাব খাটাতে পারেন | কারণ তাঁরা প্রভাবশালী ব্যক্তিত্ব | পাশাপাশি মামলা ঠান্ডা ঘরেও চলে যেতে পারে | আদালতের তরফে তুষার মেহতাকে প্রশ্ন করা হয়, ওই চার নেতা-মন্ত্রী আগেও প্রভাবশালী ছিলেন | এখন হঠাৎ প্রভাবশালী হয়ে গেলেন এমনটা নয় | তাহলে এখন জামিনের বিরোধিতা করছেন কেন | এখনও গ্রেফতারের কী প্রয়োজনীয়তা রয়েছে | হাইকোর্টে এদিন সিবিআইকে আরও প্রশ্ন করা হয়, চার্জশিট জমা দেওয়ার পর গ্রেফতার কেন | গত ১৭ মে রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও আর এক নেতা শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই | পরে আদালতের নির্দেশে তাঁদের গৃহবন্দি করার কথা বলা হয় | বৃহত্তর বেঞ্চে চলছিল সেই মামলার শুনানি | এই মামলায় সিবিআই-এর পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা দুটি শর্ত রেখেছিলেন | দুটিই শর্তই মেনে নেওয়া হয়েছে | সলিসিটর জেনারেলের পক্ষ থেকে শর্ত রাখা হয়েছিল, যাতে জামিন দেওয়া হলেও অভিযুক্তরা টিভি বা সংবাদপত্রে কোনও সাক্ষাৎকার দিতে না পারেন | এছাড়া, পরবর্তীকালে জামিন খারিজ হয়ে গেলে ফের চারজনকে গ্রেফতার করা হতে পারে বলেও শর্ত রাখা হয়েছিল | নিম্ন আদালতের অন্তবর্তী জামিনের নির্দেশই বহাল রাখল হাইকোর্ট | ২ লক্ষ টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *