Breaking News

‘ইয়াস’ কবলিত এলাকায় কোন ক্ষতিতে কত আর্থিক সাহায্য? ‘দুয়ারে ত্রাণ’নিয়ে বিজ্ঞপ্তিতে জানাল রাজ্য সরকার!

দেবরীনা মণ্ডল সাহা :- ‘ইয়াস’ বিধ্বস্ত এলাকায় ‘দুয়ারে ত্রাণ’ প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়ে দিল, কোন খাতে কত আর্থিক সাহায্য মিলবে | আগামী ৩ জুন থেকে ১৮ জুন পর্যন্ত দুয়ারে ত্রাণ পরিষেবা প্রকল্প চালু থাকবে |ওই তারিখের মধ্যে ক্ষতিগ্রস্থদের ত্রাণের আবেদন জমা দিতে হবে | ১৯ থেকে ৩০ তারিখের মধ্যে ত্রাণের জন্য জমা পড়া যাবতীয় আবেদনপত্র খতিয়ে দেখা হবে | সমীক্ষা করে দেখা হবে ত্রাণের টাকার অপব্যবহার করা হচ্ছে কিনা | এরপরই ক্ষতিগ্রস্থদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হবে | কৃষক, মৎস্যজীবী, হস্তশিল্পীদের জন্য সেখানে ন্যূনতম ৩০০ থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে | এদিন নবান্নে রাজ্য বিপর্যয় মোকাবিলা ও নাগরিক প্রতিরক্ষা তহবিল থেকে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয় | সেখানে বলা হয়েছে, ফসল নষ্টের ক্ষেত্রে ন্যূনতম ১ হাজার টাকা ক্ষতিপূরণ পাবেন কৃষকরা | সর্বোচ্চ আড়াই হাজার | ঘূর্ণিঝড়ের দাপটে যাঁদের ঘরবাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে, তাঁদের পরিবার পিছু ২০ হাজার টাকা করে দেবে সরকার | ঘরবাড়ি আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হলে,পরিবার পিছু ৫ হাজার টাকা দেওয়া হবে | ঘূর্ণিঝড়ে গবাদি পশু মারা গিয়ে থাকলে, প্রত্যেক গরু এবং মহিষ পিছু ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে ওই টাকায় ফের গবাদি পশু কেনা যায় | ভেড়া, ছাগল এবং শুয়োর মারা গিয়ে থাকলে নতুন কেনার জন্য ৩ হাজার টাকা করে দেওয়া হবে | ক্ষেতে চাষের কাজে বা মালপত্র বহনের কাজে ব্যবহৃত ষাঁড় দুর্যোগে মারা গিয়ে থাকলে এক একটির জন্য ২৫ হাজার টাকা দেওয়া হবে | এছাড়াও বাছুর মারা গিয়ে থাকলে ১৬ হাজার টাকা করে মিলবে | পাশাপাশি বলা হয়েছে, আয়তনে যাই হোক না কেন, দুর্যোগে পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে ৫ হাজার টাকা করে পাবেন কৃষকরা | মৎস্যচাষীরা নতুন করে হাঁড়ি কেনার জন্য ৩০০ টাকা করে পাবেন | মাছ ধরার জাল কিনতে ২ হাজার ৬০০ টাকা করেও পাবেন তাঁরা | ঝড়ের দাপটে নৌকো সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে প্রতি নৌকার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে | নৌকা আংশিক ক্ষতিগ্রস্ত হলে ৫ হাজার টাকা করে পাবেন তাঁরা | হস্তশিল্পীদের যন্ত্রপাতি কিনতে মাথা পিছু ৪ হাজার ১০০ টাকা করে দেবে রাজ্য সরকার | কাঁচামাল কিনতেও মাথা পিছু ৪ হাজার ১০০ টাকা করে পাবেন তাঁরা | গুদামঘর, দোকান বা জিনিসপত্র মজুত রাখার জায়গা ঝড়ে ক্ষতিগ্রস্ত হলে ‘ইউনিট’ প্রতি ১০ হাজার টাকা করে দেওয়া হবে| ‘দুয়ারে ত্রাণ’-এর মতো নতুন পদ্ধতিতে ক্ষতিপূরণ দেওয়ার কাজ কতটা দ্রুত ও সফল হয় সেটাই এখন দেখবার বিষয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *