Breaking News

৫ জুন তৃণমূল ভবনে সাংগঠনিক বৈঠক, বিধায়ক-সাংসদদের হাজির থাকার নির্দেশ,বড় সাংগঠনিক রদবদলের সম্ভাবনা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এবার সাংগঠনিক বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় | আগামী ৫ জুন তৃণমূল ভবনে এই বৈঠকে সমস্ত বিধায়ক, সাংসদ ও জেলা সভাপতিদের হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর | এমনকি দলের বেশ কয়েকটি সাংগঠনিক পদে রদবদল হতে পারে বলে সূত্রের খবর| বিধানসভা নির্বাচনের পর প্রথমবার দলের সব সাংসদ-বিধায়ককে নিয়ে সংগঠনিক বৈঠক করতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | জানা গেছে,৫ জুন প্রথমে দুপুর ২ টোয় প্রথমে হবে কার্যনির্বাহী কমিটির বৈঠক | পরে ৩ টেয় হবে সাংগঠনিক বৈঠক | বৈঠকে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ সব নেতা |রাজনৈতিক মহলের মতে, পরিস্থিতি স্বাভাবিক হলেই পুর নির্বাচন হবে রাজ্যে | আর সেকথা মাথায় রেখে এখন থেকে সংগঠনকে ঢেলে সাজাতে চাইছেন মমতা,সেকারণেই এই সাংগঠনিক বৈঠক | এই বৈঠকে তৃণমূলে বেশ কয়েকটি সাংগঠনিক রদবদলও হতে পারে বলে খবর| তাছাড়া, বিধানসভা ভোটে ব্যাপক সাফল্যের পরও কয়েকটি জেলায় খারাপ ফল হয়েছে শাসকদলের | বিশেষ করে উত্তরবঙ্গের দুটি জেলায় এবারে খাতা খুলতে পারেনি তৃণমূল | কেন এই খারাপ ফল, তাও পর্যালোচনা হতে পারে শাসকদলের কোর কমিটির বৈঠকে|অন্যদিকে একের পর এক নেতা-কর্মী, যারা কিনা ভোটের আগে দল ছেড়েছিলেন, তাঁরা আবার তৃণমূলে ফিরতে চাইছেন | দলের তরফে দাবি করা হচ্ছে, বিজেপির বেশ কয়েকজন সাংসদ-বিধায়ক নাকি লাইনে আছেন |৫ জুনের মিটিং থেকে মমতা তাঁদের উদ্দেশে কোনও বার্তা দেন কিনা, সেটা লক্ষ্যণীয় বিষয় হতে চলেছে|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *