প্রসেনজিৎ ধর :- একুশের নির্বাচনে হারের পরই বিজেপির সংখ্যালঘু নেতা-কর্মীরা বেঁকে বসতে শুরু করেছিলেন | তাঁরা তৃণমূলে ফিরতে আগ্রহ প্রকাশও করেছিলেন | এইবার ইস্তফা দিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি কাশেম আলি | ইতিমধ্যেই ইস্তফাপত্র বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি | এছাড়াও শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ কবিরুল ইসলামও একই সিদ্ধান্ত নিয়েছেন | দু’জনেই তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করে কুণাল ঘোষের দ্বারস্থও হয়েছেন বলে সূত্রের খবর |বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সহ সভাপতি কাশেম আলি | তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়ের হাত ধরে | মুকুল রায় ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত তিনি| কাশেমের দাবি, বিজেপিতে ইস্থফা দিয়েছি এবার আরও অনেককে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাই | তবে শুধু কাশেম নন, শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দেওয়া কবিরুল ইসলামও দলের সদস্যপদ ত্যাগ করছেন | কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে এখনও কোনও সবুজ সংকেত মেলেনি | তাঁরা এখন তৃণমূলে ফিরতে মরিয়া | তাই যোগাযোগ শুরু করে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে | এ বিষয়ে কুণাল ঘোষ বলেন, ‘বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতারা আমার কাছে এসেছিলেন | কিন্তু আমি তো কোনও কথা দিতে পারি না | শুধু সংখ্যালঘু নেতারাই নন, আরও অনেকে আসছেন | তাঁরা বলছেন, দল ছেড়ে আমরা ভুল করেছি | আমাদের আর একবার সুযোগ দেওয়া হোক |’