দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভবানীপুরে ত্রাণ বিলি করতে গিয়ে নিগ্রহের মুখে পড়তে হল অভিনেতা তথা বিজেপি রুদ্রনীল ঘোষকে | তাঁকে চড় মারা হয়েছে বলে অভিযোগ তোলেন বিজেপি নেতা | শুক্রবার রুদ্রনীল অভিযোগ করেন,৭১ নম্বর ওয়ার্ডে ত্রাণ বিলি করতে গিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে নিগ্রহের শিকার হয়েছেন | বিষয়টি নিয়ে কালীঘাট থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি | তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য দাবি, এই অভিযোগ সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন| শুক্রবার ভবানীপুর এলাকায় ত্রাণ দিতে গিয়েছিলেন রুদ্রনীল | ৭১ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০ পরিবারের হাতে ত্রাণের সামগ্রী তুলে দেন বলে খবর | কিন্তু তারপরই নিগ্রহের মুখে পড়েন তিনি | অভিযোগ, ভবানীপুরের তৃণমূল কংগ্রেস নেতা বাবলু সিংয়ের নেতৃত্বে তাঁর উপর হামলা করা হয় | অভিনেতাকে চড়ও মারা হয় বলে অভিযোগ | তিনি অভিযোগ করেন, ‘ত্রাণ দিতে এসে মার খেলাম | আমাকে সোজা চড় মেরে দিল! এসব কী চলছে রাজ্যে? কেউ ত্রাণও দিতে পারবে না?’ঘটনায় বিস্মিত ও ক্ষুব্ধ রুদ্রনীল কালীঘাট থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানান | যদিও অভিনেতাকে মারধরের ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট বাবলু সিং|তাঁর কথায়, ‘ওঁকে শুধু প্রশ্ন করেছিলাম | ত্রাণ বিলির প্রশাসনিক অনুমতি আছে কি? তাতেই উনি রেগে যান | তখন কথা কাটাকাটি হয় |’ প্রসঙ্গত , আগেও একাধিকার স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রুদ্রনীল ঘোষকে | একুশের বিধানসভা নির্বাচনে ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসেবে প্রচারে বেরিয়ে তিনি বাধাপ্রাপ্ত হয়েছিলেন | তাঁকে ঘিরে গো-ব্যাক স্লোগানও উঠেছিল। এবার ত্রাণ বিলি করতে গিয়ে নিগ্রহের শিকার হলেন তিনি |