Breaking News

আশঙ্কাই সত্যি হল!নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানায় ড্রোন ঢুকিয়ে খোঁজ মিলল ৪ শ্রমিকের দগ্ধ দেহ

প্রসেনজিৎ ধর :- বিলকান্দার গেঞ্জি কারখানার জতুগৃহ থেকে আগুন লাগার ৫০ ঘন্টা পরে শনিবার অবশেষে উদ্ধার হল চারজন কর্মীর দগ্ধ দেহ | গেঞ্জি কারখানায় আগুন লাগার পর থেকেই নিখোঁজ ছিলেন চার শ্রমিক | কিন্তু হাজার চেষ্টাতেও খোঁজ মেলেনি তাঁদের | ঠিক হয় শনিবার ড্রোন উড়িয়ে খোঁজ করা হবে তাঁদের | এদিন সকালে অবশেষে হদিশ মিলল চার শ্রমিকের, কিন্তু সম্পূর্ণ ঝলসে যাওয়া অবস্থায় | মৃতদের নাম স্বরূপ ঘোষ (৪২), সুব্রত ঘোষ(৩৫), অমিত সেন (৩২), তন্ময় ঘোষ (২৩) | আগুনের ভয়াবহতার কারণে গত তিনদিনে কারখানার ভিতরে প্রবেশ করতে পারেননি দমকল কর্মীরা |বৃহস্পতিবার ভোরে আগুন লাগার পর থেকেই ভিতরে আটকে পড়েছিলেন তাঁরা | তবে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিভে যায়নি বলে জানিয়েছে দমকল। ওই কারখানার বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে | এখানে ওখানে আগুনের ফুলকি দেখা যাচ্ছে বলেই দমকল সূত্রে খবর |

দমকলবাহিনীর তরফে জানানো হয়েছে, কারখানার ভিতর গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল| এ ছাড়া ওষুধের গুদামে রাখা ছিল প্রচুর পরিমাণে স্যানিটাইজার| রঙের কারখানায় ডিজেলও রাখা ছিল|তা থেকেই দ্রুত আগুন ছড়িয়েছে বলে অনুমান দমকলের | পরিস্থিতি এমন হয়, শুধুমাত্র দমকলের ইঞ্জিন দিয়ে তা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে | এরপরই রোবট মেশিন এনে আগুন বাগে আনার কাজ শুরু হয়। তবু শনিবার সকাল পর্যন্ত আগুনের ফুলকি দেখা যায় | এদিন চারজন কর্মচারীর দেহ উদ্ধারের পরে পরেই বিশাল পুলিশবাহিনী গিয়ে এলাকা ঘিরে ফেলে | তারপরেই খবর দেওয়া হয় মৃতের পরিজনদের | ঘটনাস্থলে পৌঁছয় পূর্ত দফতরের সিভিল ইঞ্জিনিয়ারের একটি দল | ঘটনাস্থলে পৌঁছয় ব্যারাকপুর কমিশনারেট পুলিশের বিশেষ টিম |স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার যুবক ঘটনার দিন রাতে খাওয়াদাওয়া সেরে ভিতরেই শুয়েছিলেন | কারখানার এক পাশে প্রচুর গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল| ভোরের দিকে গ্যাস সিলিন্ডার কোনওভাবে ফাটতে শুরু করে | তা থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান | এরপর থেকেই চারজন নিখোঁজ ছিলেন | শনিবার মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *