Breaking News

নয়া মোড়! শীতলকুচি-কাণ্ডে পদক্ষেপ করতে ডিজিকে নির্দেশ জাতীয় মানবাধিকার কমিশনের

দেবরীনা মণ্ডল সাহা :- কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জন নিহত হওয়ার ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন | সুপ্রিম কোর্টের আইনজীবী তথা মানবাধিকার আন্দোলনের কর্মী রাধাকান্ত ত্রিপাঠীর আবেদনে সাড়া দিয়ে মানবাধিকার কমিশনের তরফে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে চিঠি পাঠিয়ে এ বিষয়ে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে |

সুপ্রিম কোর্টের আইনজীবী তথা মানবাধিকার আন্দোলনের কর্মী রাধাকান্ত ত্রিপাঠীর আবেদনে সাড়া দিয়ে মানবাধিকার কমিশনের তরফে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে চিঠি পাঠিয়ে এ বিষয়ে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে | শীতলকুচি-কাণ্ডের তদন্তের ভার পুলিশের কাছ থেকে নিয়ে দেওয়া হয় সিআইডিকে | পাশাপাশি, গুলিচালনার ঘটনা নিয়ে পৃথক ভাবে এগ্‌জিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্তরের তদন্ত হয় | ঘটনার তদন্তে সিআইডি ইতিমধ্যেই কোচবিহারের তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধর এবং মাথাভাঙা থানার আইসি’কে জেরা করেছে | গুলিচালনার ঘটনায় ছ’জন সিআইএসএফ জওয়ানকে জেরার জন্য তলব করা হলেও তাঁরা আসেননি| এরই মধ্যে জাতীয় মানবাধিকার কমিশনের ডিজিকে নির্দেশ দেওয়া বেশ তাৎপর্যপূর্ণ | শীতলকুচি কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তথা মানবাধিকার আন্দোলনের কর্মী রাধাকান্ত ত্রিপাঠী জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপের দাবিতে আবেদন করেছিলেন | তাঁর আবেদনে সাড়া দিয়ে এবার প্রথম পদক্ষেপ হিসেবে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে চিঠি পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন | ওই চিঠিতে মানবাধিকার কমিশনের তরফে চার নাগরিকের মৃত্যুর ঘটনায় দ্রুত পদক্ষেপের আর্জি জানানো হয়েছে | প্রসঙ্গত পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের চতুর্থ দফায় শীতলকুচি বিধানসভার অন্তর্গত মাথাভাঙা ব্লকের জোরপাটকিতে বুথে অশান্তির সময় সিআইএসএফ গুলি চালায়, ওই ঘটনায় ৪ জন নিহত হন | আহত হন বেশ কয়েকজন গ্রামবাসী | ময়না তদন্তের রিপোর্ট বলছে, নিহতদের মধ্যে ৩ জনের মৃত্যুর কারণ বুলেটের আঘাত|তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছিল, বিজেপির প্ররোচনাতেই গুলি চালিয়েছে সিআইএসএফ | অন্যদিকে, বিজেপি এই ঘটনায় মমতার বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলার অভিযোগ তোলেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *