অভিষেক সাহা, মালদহ :- এবার সরকারি স্কুল ভবন ভাড়া দেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে | লকডাউনে গত বছর মার্চ মাস থেকে বন্ধ সমস্ত স্কুল | মাঝে কয়েকদিনের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য হাই স্কুলগুলি খুললেও ফের তা বন্ধ হয়ে গিয়েছে | কোথাও কোথাও বন্ধ স্কুলে তৈরি হয়েছে সেফ হোম, কোথাও ত্রাণশিবির | আর সেই সুযোগে আস্ত স্কুল ভাড়া দিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে | ঘটনাটির তদন্ত শুরু করেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ | যদি প্রধান শিক্ষক কনক সাহা অভিযোগ নস্যাৎ করেছেন | ঘটনা মালদহ জেলার মানিকচকের সাহেবরামটোলার | সাহেবরামটোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, মাস কয়েক আগে স্থানীয় লালমোহন মণ্ডল নামে এক ব্যক্তিকে স্কুলবাড়ি ভাড়া দিয়ে দেন তিনি। | মাসিক চুক্তিতে বাড়ি ভাড়া দেন ওই ব্যক্তিকে | তার পর সপরিবারে গবাদি পশু নিয়ে সেখানে থাকতে শুরু করেন ওই ব্যক্তি বলে অভিযোগ |স্কুলবাড়ি ভাড়া নেওয়ার কথা স্বীকারও করেছেন লালমোহনবাবুর স্ত্রী রিঙ্কুদেবী বলে জানা গেছে | ওদিকে প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন | তিনি বলেন, থাকতে দিয়েছি একথা ঠিক | তবে ভাড়া দেওয়ার অভিযোগ মিথ্যা|লালমোহনবাবুর বাড়ি তৈরি হচ্ছিল | তিনি থাকার জন্য ঘর খুঁজছিলেন, আমাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেন | স্কুল বন্ধ দেখে আমি তাঁদের একটি ঘরে অস্থায়ী ভাবে থাকার অনুমতি দিই | কিন্তু তার জন্য অর্থের লেনদেনের অভিযোগ ঠিক নয় | এ বিষয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা | মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন ঘটনার তদন্ত হবে |