Breaking News

এখনও বাইপ্যাপ সাপোর্টেই বুদ্ধদেব ভট্টাচাৰ্য, শ্বাসকষ্টের সঙ্গে রয়েছে তন্দ্রাচ্ছন্ন ভাব, জানাল উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- শ্বাসকষ্টের সঙ্গে রয়েছে, তন্দ্রাচ্ছন্ন ভাব, এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রসঙ্গে এমনটাই জানিয়েছে উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ।বাইপ্যাপ সিস্টেমেই রাখা হয়েছে তাঁকে| তাঁর জন্য সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে | বোর্ডের মাথায় রয়েছেন চিকিৎসক কৌশিক চক্রবর্তী | এছাড়াও রয়েছেন চিকিৎসক ধ্রুব ভট্টাচার্য, চিকিৎসক সৌতিক পাণ্ডা, চিকিৎসক সোমনাথ মাইতি, চিকিৎসক অঙ্কন বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক সরোজ মণ্ডল | পঞ্চম দিনের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে রেমডেসিভির ইঞ্জেকশন দেওয়া হয়েছে | এদিন উডল্যান্ডস হাসপাতালের তরফে জানানো হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের তন্দ্রাচ্ছন্ন ভাব রয়েছে | পাশাপাশি শ্বাসকষ্টও রয়েছে | ২৫ মে বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করানো হয় | সেখানে তাঁর জন্য সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
১৮ মে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে | হাসপাতালের তরফে জানানো হয়েছে বাইপ্যাপ সাপোর্টে তাঁর লাগছে ৩ লিটার অক্সিজেন| রক্তে অক্সিজেনের মাত্রা রয়েছে ৯২% | জ্ঞান রয়েছে, তিনি কথাও বলছেন | সামান্য শুকনো কাশি রয়েছে তাঁর | রক্তচাপও স্বাভাবিক রয়েছে | স্বাভাবিক প্রক্রিয়াতেই খাবার খাচ্ছেন | রক্তে শর্করার পরিমাণও স্বাভাবিক রয়েছে। প্রস্রাব সন্তোষজনক | হার্টরেট রয়েছে মিনিটে ৬০ | একইসঙ্গে জানানো হয়েছে, ‘ক্লিনিক্যালি স্টেবল’ বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যও |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *