সঞ্জয় কাঁপরি,পূর্ব মেদিনীপুর:- ভোটের আগেই রাজ্যের একাধিক জায়গায় চলছে চরম অরাজকতা, কখনো গোষ্ঠীদ্বন্দ তো কখনো বা কু মন্তব্য। সব কিছুর মাঝেই চলছে আসন্ন বিধানসভা ভোটের পূর্ব প্রস্তুতি। তার মাঝেই ফের অশান্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর।

এদিন পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দাসের ছবিতে জুতোর মালা দিয়ে তাঁকে বিজেপির দালাল, দাঙ্গাবাজ নেতা বলে সম্বোধন করে পোস্টার লাগানো হয়েছে একাধিক এলাকায়। আএ এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। মঙ্গলবার হঠাৎ করে পোস্টার লাগানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মেদিনীপুরের ওই এলাকায়। প্রসঙ্গত কিছু দিন ধরে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে ব্লক সভাপতির মত পার্থক্য চলছিল। তৃণমূলের অভিযোগ তৃণমূলে থেকেও ব্লক সভাপতি বিজেপির বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছে। আর এই ঘটনা না মানতে পেরেই সাধারণ মানুষ ওই পোস্টার লাগায়। কিন্তু এতোকিছুর পরেও তৃণমূলের ব্লক সভাপতি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন এই রকম অভিন্ন কাজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা কখনো করে না আর করবে না। এই কাজের পেছনে রয়েছে বেশ কিছু দুষ্কৃতিকারী এটা ওদেরই কাজ।
Hindustan TV Bangla Bengali News Portal