Breaking News

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় ২০ জনের মৃ্ত্যুর ‘কারণ’দিলীপ ঘোষই! দায়ের হল এফআইআর

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ভোট পরবর্তী হিংসায় রাজ্যে ২০ জনের মৃত্যু হয়েছে | আর তার জন্য ‘দায়ী’ বিজেপির রাজ্যে সভাপতি দিলীপ ঘোষ | এই অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে এফআইআর হল বিধাননগর দক্ষিণ থানায় | অভিযোগ দায়ের করলেন বিধাননগর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর বাণীব্রত বন্দ্যোপাধ্যায় | আজ বিধাননগরের ২৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর বাণীব্রত বন্দ্যোপাধ্যায় বিধাননগর দক্ষিণ থানায় সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে | তাঁর দাবি রাজ্য ভোট পরবর্তী যা হিংসা হচ্ছে তার জন্য দায়ী দিলীপ ঘোষ | বাণীব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘রাজ্যের নানান জায়গায় সভায় গিয়ে কখনও তৃণমূল কংগ্রেসের কর্মীদের বা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের শাসিয়েছেন | পুলিশ কিংবা সরকারি কর্মচারীদের হুমকি ও পায়ের তলায় কাজ করার কথা বলেছেন | জায়গায় জায়গায় শীতলকুচির কথা বলেছেন| আর তার জন্যই ভোটপরবর্তী হিংসায় এত মৃত্যু হচ্ছে ও খুনোখুনি হচ্ছে | প্রত্যেকটা মৃত্যুর জন্য দায়ী দিলীপ ঘোষ |’ মোট চারটি ধারায় মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে | বাণীব্রত বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, ‘রাজ্যে সমস্ত ভোটপরবর্তী হিংসার ঘটনা বিজেপি নেতাদের মদতেই হচ্ছে| তাদের জন্যই এসব ঘটনা ঘটছে তাই পুলিশের কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত |’এই প্রসঙ্গে তৃণমূল নেতা তাপস রায় বলেন, উস্কানিমূলক মন্তব্য শুধু দিলীপ ঘোষ নয়, বিজেপির কেন্দ্রীয় নেতারাও রাজ্যে এসে উস্কানি দিয়েছেন, খারাপ ভাষা ব্যবহার করেছেন | প্রসঙ্গত, ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যে রাজনৈতিক হিংসার অভিযোগ উঠছিল | কিন্তু শপথগ্রহণের পরই পরিস্থিতি দক্ষ হাতে সামাল দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এমনকী, দলমত নির্বিশেষে হিংসায় মৃতদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়ায় রাজ্য সরকার | সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করা হয় | তবে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে বিশেষ প্রতিনিধি দল পাঠায় কেন্দ্র | এমনকী, রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছেও রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক | এতদিন এই পরিস্থিতির জন্য তৃণমূলের দিকে আঙুল তুলছিল বিজেপি | এবার ২০ জনের মৃত্যুর জন্য পাল্টা বিজেপির রাজ্য সভাপতির দিকেই আঙুল তোলা হল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *