Breaking News

করোনার টিকাকেন্দ্রে বিশৃঙ্খলা, মহকুমা শাসককে হেনস্থার অভিযোগ,গ্রেফতার ডোমকলের তৃণমূল কাউন্সিলর!

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ :- টিকাকরণ প্রক্রিয়ায় বাধা দেওয়া এবং টিকা কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে মুর্শিদাবাদ জেলার ডোমকল পুরসভার কাউন্সিলর প্রদীপ চাকীকে গ্রেফতার করল পুলিশ| শনিবার ওই তৃণমূল নেতাকে বহরমপুর সিজেএম আদালতে তোলা হলে আগামী সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন সিজেএম আদালতের বিচারক | জানা গিয়েছে, ডোমকলের মহকুমা শাসকের অফিস চত্বরে শুক্রবার সকাল থেকে চলছিল কোভিড টিকাকরকণ কর্মসূচি | মূলত শ্রমিকদের টিকা দেওয়া হচ্ছিল সেখানে| অভিযোগ, বেলা ১টা নাগাদ সেখানেই নিজের তালিকা নিয়ে হাজির হন তৃণমূলের কাউন্সিলর প্রদীপ | তাঁর দাবি ছিল, তাঁর তৈরি করা তালিকাকে টিকার ব্যাপারে অগ্রাধিকার দিতে হবে| যদিও টিকার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন ওই এলাকার শ্রমিকরা| কাউন্সিলরের দাবি মানেননি মহকুমা শাসক-সহ সেখানে উপস্থিতি সরকারি আধিকারিকরা | সে সময় মহকুমা শাসকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পডে়ন প্রদীপ | টিকাকরণে বাধা দেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে | এই গন্ডগোলের জেরে বেশ কিছুক্ষণ টিকা দেওয়ার কাজ বন্ধ ছিল বলে জানিয়েছেন মহকুমা শাসক | তিনি বলেছেন, “ওই কাউন্সিলর বলেন, তাঁর লোকেদের আগে টিকা দিতে হবে | এই নিয়ে বিশৃঙ্খলা তৈরি করেন তিনি | সরকারি কাজে বাধা দেন |আমি এবং আমার সঙ্গে থাকা অফিসারদেরও হেনস্থা করেন তিনি |”এরপর শুক্রবার সন্ধ্যায় ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহকুমা শাসক | সেই অভিযোগের ভিত্তিতে ডোমকল থানার পুলিশ প্রদীপ চাকীকে গ্রেফতার করে|

শনিবার তাঁকে সিজেএম আদালতে তোলা হয় | আগামী সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন সিজেএম আদালতের বিচারক | কোথাও বা ভ্যাকসিন, কোথাও বা টেস্টিং একাধিক জায়গাতে এই করোনার প্রাদুর্ভাবেও কাউন্সিলার বা অন্য জনপ্রতিনিধির সুপারিশে কাজ চলছে বলে অভিযোগ উঠছে | এক্ষেত্রেও স্বজনপোষণের অভিযোগ উঠছে, যার ফলে বঞ্চিত হচ্ছেন অনেক সাধারণ মানুষ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *