নিজস্ব সংবাদদাতা :- শুক্রবার কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে অসত্য তথ্য পরিবেশন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | শনিবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করে এমনটাই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | তিনি আরও অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর পাশাপাশি মুখ্যসচিবও প্রধানমন্ত্রীকে অপমান করেছেন | তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর পা ধরতে হবে না, সংবিধানকে মানুন | মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুর শুক্রবারে মোদির বৈঠকে উপস্থিতির বিরোধিতা করে সরব হয়েছেন | তিনি বলেছেন, “বিরোধী দলনেতাদের যদি এতই সম্মান দেওয়া হয়, তাহলে লোকসভায় কেন বিরোধী দলনেতাকে সম্মান দেওয়া হয় না? গুজরাটে কেন বিরোধী দলনেতাকে ডাকা হল না? ওডিশায় বিরোধী দলনেতাকে ডাকা হয়নি কেন?”শুভেন্দু মমতার এই দাবি অসত্য বলে উল্লেখ করে বলেন,‘ওডিশায় বিরোধী দলনেতাকে ডাকা হয়েছিল| তিনি কোভিডের কারণে উপস্থিত থাকতে পারেননি|’লোকসভার ক্ষেত্রেও এই সম্মান দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি | শুভেন্দুর আরও দাবি, উপকূল এলাকা থেকে নির্বাচিত বিধায়ক তিনি | সেইজন্যই বৈঠকে তাঁকে গুরুত্ব দেওয়া হয়েছে | এদিন সাংবাদিক বৈঠকে বসে মুখ্যমন্ত্রী প্রথমেই অভিযোগ তোলেন, তাঁকে বদনাম এবং অপমান করার জন্য দিল্লির বিজেপি নেতারা টুইটারে এই বৈঠক নিয়ে নানা তথ্য ছড়াচ্ছেন | মমতা আরও বলেন, ”রাজ্যর প্রয়োজনে, রাজ্যবাসীর প্রয়োজনে আমি প্রধানমন্ত্রীর পায়েও পড়তে পারি| কিন্তু এভাবে অপমান করবেন না| ” এই কথার জবাব দিতে গিয়ে শুভেন্দুর বক্তব্য, ”প্রধানমন্ত্রীর পায়ে পড়ার দরকার নেই, আপনি সংবিধানটুকু মেনে চলুন, তাহলেই হবে|” এ দিন, শুভেন্দু মুখ্যসচিবের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন | অভিযোগ কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর বৈঠক ছেড়ে বেরিয়ে এসে সাংবিধানিক প্রোটোকল ভেঙেছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় | শুভেন্দু বলেন, ‘যে কোনও আমলার উচিৎ সব দলকেই সম্মান জানানো | মুখ্যমন্ত্রীর সঙ্গে বেরিয়ে গিয়ে ঠিক করেননি মুখ্যসচিব|’ কলাইকুন্ডার বৈঠক ঘিরে বিতর্কের আঁচ পৌঁছে গিয়েছে রাজ্য-রাজনীতিতে |