নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর :- এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় বিজেপির প্রাক্তন কাউন্সিলর সহ ৩ জন মারা গেলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায়| ৩১ নম্বর জাতীয় সড়কে একটি বিকল হয়ে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারে একটি ছোটো গাড়ি | ওই গাড়িতেই ছিলেন ওই ৩ ব্যক্তি যারা দুর্ঘটনাস্থলেই মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন | গাড়ির চালককে আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে |দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ| মৃত ওই বিজেপি নেতার নাম অয়ন চন্দ্র | তিনি ইসলামপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর ছিলেন | রবিবার রাত সাড়ে ৯ টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে| স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন একটি চার চাকা গাড়ি করে অয়ন চন্দ্র ও অন্যান্যরা শিলিগুড়ির দিক থেকে ইসলামপুর এর দিকে যাচ্ছিলেন | সে সময় জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে তাঁদের ধাক্কা লেগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে | ঘটনার পর পুলিশ সকলকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে যায় | সেখানেই চিকিৎসক ৩জনকে মৃত বলে ঘোষণা করেন | ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভিমডাঙিতে জাতীয় সড়কের উপর একটি লরি দাঁড়ানো ছিল| হঠাৎই অয়নদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই লরিটিকে ধাক্কা মারে | আর তার জেরেই একেবারে দুমড়ে যায় গাড়িটি | গাড়ির কাঁচ ভেঙে, বসার আসনগুলি ঠেলে বেরিয়ে আসে | রক্তে ভেসে যায় জাতীয় সড়ক | বীভৎস শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা | স্থানীয় বাসিন্দারাই অয়ন-সহ তার সহযাত্রীদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ |
গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন| মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছন ইসলামপুর পুরসভার প্রশাসক ও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল | এছাড়াও ইসলামপুর হাসপাতালে পৌঁছন বিজেপির ইসলামপুর টাউন সভাপতি সন্দীপ ভট্টাচার্য-সহ অন্যান্যরা| হাসপাতালে ইসলামপুর পুরসভার প্রশাসক কানাইলাল আগরওয়াল বলেন,‘অয়ন আমার কাউন্সিলর ছিল | আরও দু’জন জয়গোপাল, দুলাল আছে। এ ঘটনার কোনও ভাষা নেই | পথ দুর্ঘটনায় তিনটে প্রাণ চলে গেল |” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ | স্থানীয়দের দাবি, রামগঞ্জে যেখানে এলাকায় দুর্ঘটনা ঘটেছে সেখানে প্রায়শয় একই কাণ্ড ঘটে | রাতের অন্ধকারে অহরহ দুর্ঘটনার ফলে প্রাণহানি ঘটছে ক্রমশ | তাই ওই এলাকায় সিগন্যালিংয়ের বন্দোবস্তের দাবিও জানিয়েছেন তাঁরা |