দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- একেবারে খোশমেজাজে হাসপাতাল থেকে বেরিয়েছিলেন মদন মিত্র | গেয়েছিলেন গান | কিন্তু কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়লেন কামারহাটির বিধায়ক মদন মিত্র | রাস্তায় করা হয় প্রাথমিক চিকিৎসা, দেওয়া হয় ইনহেলার ও অক্সিজেন তারপর তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে |নারদ মামলায় অন্তবর্তীকালীন জামিন পাওয়ার তিনদিনের মাথায় রবিবার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান মদন মিত্র | টুকটুকে লাল পঞ্জাবি, লাল ধুতি এবং লাল মাস্ক পরে বেলা ১২ টার কিছুটা পরে উডবার্ন ওয়ার্ড থেকে বেরিয়ে আসেন মদন জানালেন কোনও সংবাদ মাধ্যম নয়, তিনি কথা বলবেন ফেসবুকের সঙ্গে | ফেসবুকে লাইভ অন করে মদন গান ধরলেন, “ফাগুন লেগেছে বনে বনে|” মদনের কণ্ঠে এরপর শোনা গেল, “এত কাছে রয়েছ তুমি, আরও কাছে তোমাকে যে চাই |”ফেসবুক লাইভের মদন এরপর হুডখোলা জিপের স্টিয়ারিং ধরে বলেন, “জয় হিন্দ, জয় বাংলা, জয় মমতা, জয় বিচারালয়|”
দক্ষিণ কলকাতার একটি মাজারে চাদর চড়িয়ে প্রার্থনায় অংশ নেন তিনি | যাওয়ার কথা ছিল কামারহাটি বিধানসভা কেন্দ্রেও | কিন্তু মাঝপথে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তাঁর | তাঁর সঙ্গে থাকা অনুগামীরাই তাঁকে ইনহেলার দেন | রাস্তাতেই তাঁকে অক্সিজেন দেওয়া হয় | তারপরই তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয় | সেখানেই চিকিৎসকরা গিয়ে তাঁর পরবর্তী চিকিৎসা করেন | অসুস্থ হয়ে পড়ায় কামারহাটি বিধানসভা কেন্দ্রতেও যেতে পারেননি তিনি |যার জন্য সেখানকার মানুষের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি | তিনি বলেন, “আমি আপনাদের কাছে যেতে পারছি না | অসুস্থ হওয়ায় আপনারাই আমার কাছে বারবার আসেন | তবে আমি কোন ছল করে অসুস্থ হইনি | যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে আমি কামারহাটি যাব|”
পাখার সামনে বসিয়ে ইনহেলার দেওয়া হয় | দেওয়া হয় অক্সিজেন | জানা গেছে,চিকিৎসকের সঙ্গেও ফোনে কথা বলেন মদন মিত্র | তাঁকে বিশ্রাম নেওয়ার নির্দেশ দেন চিকিৎসক |