Breaking News

ইয়াস পরবর্তী ত্রাণ নিয়ে দলবাজির অভিযোগ উঠল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে! হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের ঘটনা

অভিষেক সাহা, মালদহ :- ইয়াস ও তার পরবর্তীকালে নিম্নচাপে ক্ষতিগ্রস্থ ত্রাণ নিয়ে এবার দলবাজির অভিযোগ উঠল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে | মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের ঘটনা | বেছে বেছে কংগ্রেস কর্মী সমর্থকদের ত্রাণ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের | এই বিষয়ে বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন শাসক দলের নেতারা | ঘূর্ণিঝড় ইয়াস ও তারপর নিম্নচাপের জেরে জেলা জুড়ে প্রবল বৃষ্টিপাত হয় | তার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার বিভিন্ন এলাকা | পঞ্চায়েত এর মাধ্যমে এলাকায় এলাকায় চলছে ত্রাণ বিতরণ| কিন্তু সেই ত্রাণ বিতরণ নিয়ে এবারে কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দলবাজির অভিযোগ তুললেন দুর্গত তৃণমূল কর্মী সমর্থকরা | বেছে বেছে কংগ্রেস কর্মীদের ত্রাণ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা | যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কংগ্রেসের পঞ্চায়েত প্রধান |

তাঁর দাবি তৃণমূল নেতারা নিজেরা ত্রিপল নিয়ে বিতরণ করতে চাইছেন | তিনি সেটা হতে দিতে পারেন না | সঙ্গে তিনি পঞ্চায়েতে তালা মারার অভিযোগও করেন তৃণমূলের বিরুদ্ধে| এই নিয়ে অভিযোগকারী স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল সমর্থক সুরাত আলী বলেন, “কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে আমাদের ঘরবাড়ি ভেঙে গেছে | ত্রাণের জন্য পঞ্চায়েত প্রধানের কাছে গেলে দেখি পঞ্চায়েত বন্ধ | শুধুমাত্র রাতে পঞ্চায়েত খোলে | এদিকে এলাকার কংগ্রেস কর্মীসমর্থকদের বেছে বেছে ত্রাণ দেওয়া হচ্ছে | আমরা তৃণমূল করি বলে পাইনি | প্রশাসনের কাছে আবেদন আমরা যেতে সাহায্য পাই|”মালদহ তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক জম্মু রহমান পাল্টা বলেন,” শোনা যাচ্ছে প্রধান শুধু কংগ্রেসের কর্মীদেরই সাহায্য করছে | মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত সকলেই যাতে ত্রাণ পায় | বিডিও সাহেবকে এই নিয়ে জানিয়েছে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা যাতে ত্রাণ পায়|”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *