প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার ছেলেকে প্রকাশ্য দিবালোকে হামলার অভিযোগ এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে | এমনকি মারধরের জেরে চোখের নিচে আঘাত, পেটে ঢুকল কাঁচের টুকরো | এই ঘটনার পর ফেসবুক লাইভ করে এমনই অভিযোগ তুলেই ক্ষোভ উগরে দিলেন বৈশালী ডালমিয়া | সোমবার ফেসবুক লাইভে বৈশালী জানান, এদিন সকালে বেহালার বাজার থেকে জিনিসপত্র কিনতে বেরিয়েছিলেন তাঁর ছেলে | কিন্তু ফেরার সময়ই তাঁর গাড়িতে হামলা করে দুষ্কৃতীরা বলে অভিযোগ | এদিন ঘটনার পর ছেলেকে পাশে বসিয়েই সোশ্যাল মিডিয়ায় লাইভটি করেন বালির প্রাক্তন বিধায়ক | তিনি বলেন,বেহালা চৌরাস্তার মোড়ে একদল দুষ্কৃতী তাঁর ছেলেকে মারধর করে বলে অভিযোগ | এমনকি তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ | ছেলের মুখ ও চোখের নিচে আঘাত লেগেছে | পেটে কাঁচ ঢুকে গিয়েছে | বেহালা থানায় অভিযুক্তদের নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি | গোটা ঘটনায় স্তম্ভিত বৈশালী লাইভে বলেন, “কলকাতার মতো জায়গায় এসব কী হচ্ছে,এমনটা আগে দেখিনি | সকাল ১০টার সময় দুষ্কৃতীরা এভাবে অতর্কিতে হামলা চালাল | আমি ছেলেকে নিয়ে হাসপাতালে যাচ্ছি | ওর চোট লেগেছে |” বৈশালী আরও বলেন, “আমি ভোটে লড়েছি বলেই কি আমার ছেলের উপর এভাবে হামলা করা হবে | দিনের বেলায় একটা বাচ্চা ছেলেকে মারধর করে কী প্রমাণ করার চেষ্টা হচ্ছে | মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, বিষয়টি দয়া করে খতিয়ে দেখুন |রাজ্যে এমন হিংসা মেনে নেওয়া যায় না|”প্রসঙ্গত,একুশের বিধানসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন প্রয়াত সিএবি কর্ণধার জগমোহন ডালমিয়ার কন্যা বৈশালী | বালি কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে লড়েছিলেন | যদিও তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন তিনি| এদিন বৈশালীর দাবি, তিনি নির্বাচনে লড়েছেন বলেই তাঁর ছেলের উপর হামলা করা হয়েছে | রাজ্য সরকারের কাছে তিনি আবেদন জানিয়েছেন, কে বা কারা এমনটা করেছে, তা যেন খতিয়ে দেখা হোক | দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও তুলেছেন তিনি|