Breaking News

‘অভিমানে ভুলবশত সিদ্ধান্ত নিয়েছিলাম’,তৃণমূলে ফিরতে চেয়ে মমতাকে চিঠি ‘অনুগত’ দীপেন্দু বিশ্বাসের !

দেবরীনা মণ্ডল সাহা :- এবার অনুগত সৈনিক হিসাবে কাজ করতে চাইছেন তিনি | মমতা বন্দোপাধ্যায়কে চিঠি লিখে একথা জানালেন দীপেন্দু বিশ্বাস| কার্যত এবার তৃণমূলে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন তিনিও b নারদকাণ্ডে ফিরহাদ হাকিম সহ চার নেতা-মন্ত্রীর গ্রেফতারের প্রতিবাদে আগেই বিজেপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়েছিলেন কলকাতা ময়দানের পরিচিত ফুটবলার দীপেন্দু বিশ্বাস | এবার ফের পুরনো দলে ফিরতে চেয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বসিরহাট দক্ষিণের এই প্রাক্তন বিধায়ক|বিজেপিতে যাওয়ার জন্য তৃণমুল নেত্রীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি| প্রসঙ্গত, বিধানসভা ভোটে দলীয় টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক | দলবদলের সময়ে পুরনো দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন | তবে পদ্ম শিবিরে যোগ দিয়েও আশা পূরণ হয়নি এক সময়ে ময়দান কাঁপানো ফুটবলারের | বিধানসভায় প্রার্থী হওয়ার টিকিট মেলেনি, সান্ত্বনা পুরস্কার হিসেবে অবশ্য বিজেপির রাজ্য কমিটির স্থায়ী সদস্যপদ জুটেছিল | গত ১৭ মে নারদকাণ্ডে ফিরহাদ হাকিমদের গ্রেফতারের পরেই সিবিআইয়ের ভূমিকার সমালোচনা করে বিজেপির সব পদ থেকে ইস্তফা দেন দীপেন্দু|তারপর থেকেই তাঁর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয় | সেই জল্পনাকে সত্যি করে অবশেষে তৃণমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক| হাতে লেখা চিঠিতে দীপেন্দু লিখেছেন, ‘শ্রদ্ধেয়া দিদি, প্রথমেই আমার প্রণাম নেবেন | বেশ কিছুদিন আগে অভিমানে ভুলবশত: আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তার জন্য আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী | নির্বাচনের সময়ে আমি মানসিক অবসাদগ্রস্থ হয়ে পড়ি এবং সম্পূর্ণরূপে নিস্ক্রিয় ছিলাম | বিগত দিনে, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক করে আপনি বসিরহাটের মানুষের সেবা করার যে সুযোগ আমায় দিয়েছিলেন সে জন্য আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব |’ ক্ষমা চাওয়ার পাশাপাশি দলে ফিরে আসার ইচ্ছে জানিয়ে বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক লিখেছেন, ‘এমতাবস্থায় আপনার অনুমতিস্বরূপ ক্ষমা প্রার্থনা করে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সি (দার) হাত থেকে দলীয় পতাকা নিয়ে আপনার অনুগত সৈনিকরূপে আগামীদিনে উন্নত বাংলা গড়তে চাই |’ যদিও এই চিঠি নিয়ে এখনও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি | সরলা মুর্মু,সোনালী গুহ থেকে দীপেন্দু বিশ্বাস তৃণমূলে ফেরার তালিকায় ক্রমশ বাড়ছে নাম |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *