প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিধানসভা ভোটের পর মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনার মধ্যেই তাঁর করোনা আক্রান্ত স্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | বুধবার সন্ধ্যায় কলকাতার ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে যান অভিষেক| সেখানে মকুল পত্নীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন তিনি | তখন অবশ্য হাসপাতালে ছিলেন না মুকুল রায় | তবে শুভ্রাংশু রায়ের সঙ্গে কথা হয়েছে অভিষেকের বলে জানা গেছে| তৃণমূলের তরফে একে নিছক সৌজন্য বলা হলেও অভিষেকের সফর ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা |প্রসঙ্গত, ১৪ মে সস্ত্রীক করোনায় আক্রান্ত হন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা রাজ্যের বিধায়ক মুকুল রায় | বাড়িতে থেকেই মুকুল রায়ের চিকিৎসা হচ্ছিল | কিন্তু তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে | মুকুলবাবু সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তাঁর স্ত্রী এখনো চিকিৎসাধীন | বুধবার সন্ধ্যে ৬টা ৪৫ মিনিট নাগাদ মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে পৌঁছন অভিযেক বন্দ্যোপাধ্যায় | সেখানে গিয়ে চিকিৎসকদের থেকে মুকুল রায়ের স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজও নেন তিনি | এরপর ৭টা নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে যান এই তৃণমূল সাংসদ | সেই সময় হাসপাতালে ছিলেন না মুকুল রায়, জানা গিয়েছে এমনটাই | এদিকে বিগত বেশ কয়েকদিন ধরেই মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে শোনা যাচ্ছিল একাধিক গুঞ্জন | মুকুল রায়ের নীরবতা জল্পনা বাড়াচ্ছিল | বেশ কিছুদিন জল্পনা চলার পর বিবৃতি দিয়ে তার অবসান ঘটানোর চেষ্টা করেন মুকুল | জানান, ‘বিজেপির সৈনিক হিসাবেই কাজ করবেন তিনি |’ তার পর কিছুদিন বিষয়টি ধামাচাপা পড়লেও সম্প্রতি ফের উসকে ওঠে মুকুলপুত্র শুভ্রাংশুর ফেসবুক পোস্টে | ফেসবুক পোস্টে দলীয় নেতৃত্বের সমালোচনা করে শুভ্রাংশু লেখেন, ‘বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা সরকারের সমালোচনার আগে আত্মসমালোচনা প্রয়োজন |’ এর পরই ফের প্রশ্ন উঠতে শুরু করে তবে কি তৃণমূলে ফিরতে চলেছেন শুভ্রাংশু। সেই জল্পনার কোনও জবাব দেননি পিতা-পুত্র | তারই মধ্যে অভিষেকের সফর এবার মুকুল রায়ের স্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখতে যাওয়ার ঘটনায় মুকুল এবং শুভ্রাংশুর রাজনৈতিক অবস্থান নিয়ে আরও বাড়ল জল্পনা |