নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা :- আবারও গুলি চললো উত্তর ২৪ পরগণার ভাটপাড়ায় | ভোট মিটে গেলেও ফের গুলির শব্দ শোনা গেল এলাকায় | এক বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করা হয়েছে বলে অভিযোগ | জানা ভেঙে বাড়ির ভিতরেও গুলি লেগেছে | এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব | অন্যদিকে তৃণমূল বিজেপির অন্তর্কলহকেই এর জন্যে দায়ী করেছে | জানা গেছে,বিজেপির অল ইন্ডিয়া মজদুর ইউনিয়নের রাজ্য সহ-সভাপতি লালুবাবু প্রসাদ | ওই বিজেপি নেতা জানান, পর পর তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা | ঘরের ভিতর টিভিতে, দেওয়ালেও গুলির চিহ্ন রয়েছে | অভিযোগ, টাটা সুমো করে এক দল দুষ্কৃতী এসে জানালা লক্ষ্য করে গুলি চালায়| অল্পের জন্য রেহাই বিজেপি নেতা ও তার পরিবার | শুধু ওই নেতার বাড়ি নয়, তাঁর বাড়ির কাছে এক নার্সিংহোমেও লুঠপাট চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে | এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা | আতঙ্কে কার্যত গৃহবন্দি লালবাবু প্রসাদের পরিবার | এই ঘটনায় অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে| তবে, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে এলাকার তৃণমূল নেতা অশোক কুণ্ডু বলেন, ‘যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে | তারা কেউ রেহাই পাবে না | এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই |’ এটা বিজেপির অন্তর্কলহের ফল বলেই মনে করছেন তিনি | ঘটনার পর শুক্রবার ওই বিজেপি নেতার বাড়ি যান ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং | তিনি বলেন, ‘পুলিশ নিস্ক্রিয় কেন্দ্রীয় সরকারের কাছে আমার দাবি, পশ্চিমবঙ্গে আইনের শাসন ফেরাতে যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হোক|” অন্য দিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি |