দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ‘রাজ্যের যে কোনও মানুষ, যিনি ঘরতে ফিরতে পারেননি তিনি ইমেলের মাধ্যমে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন, তাঁদের দ্রুত ঘরে ফেরাতে হবে |’ শুক্রবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ| ভোট পরবর্তী এন্টালির ১২৫ জন ঘরছাড়াকে নিয়ে মামলা করেছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল | এদিন ওই মামলার শুনানিতে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট | রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী দলের নেতাকর্মীদের ওপরে হামলার অভিযোগ ওঠে | আতঙ্কে অনেকেই ঘরছাড়া বলেও অভিযোগ উঠেছিল। একটি অভিযোগে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল শুধুমাত্র কলকাতার এন্টালি এলাকার ১২৫ জন ঘরছাড়া বলে জানিয়েছিলেন |এ বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল |রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, ৩৯ জন ইতিমধ্যে ঘরে ফিরে গিয়েছে | সেই মামলার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চে শুনানি হয় হাইকোর্টে | ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছাড়াও এই বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি সৌমেন সেন, বিচারপতি সুব্রত তালুকদার | জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও রাজ্যের লিগল সার্ভিস অফিসার তিনজনকে নিয়ে একটি কমিটি তৈরি করে দিয়েছিল হাইকোর্টের এই বৃহত্তর বেঞ্চ | আজ সেই কমিটি হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে | অন্যদিকে রাজ্য সরকারকে দেওয়া নোটিশের প্রেক্ষিতে জানানো হয়েছে, অশান্তি এখন নিয়ন্ত্রণে | রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে ৩ মে পর্যন্ত রাজ্যের আইনশৃঙ্খলা নির্বাচন কমিশনের হাতে ছিল | ওই সময়ের পরবর্তী রাজ্যে তেমন কোনও হিংসার ঘটনা ঘটেনি |