Breaking News

তৃণমূলের নতুন যুব সভানেত্রী সায়নী ঘোষ, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, রাজ চক্রবর্তী, লাভলি মৈত্র ও জুন মালিয়াদেরও গুরুত্ব বাড়লো দলে!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সাংগঠনিক ক্ষেত্রে বড়সড় রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় | একাধিক নতুন মুখ সামনে আনলেন তিনি | তবে তাৎপর্যপূর্ণ এখানেই মহিলাদের বেশি প্রাধান্য দিলেন তৃণমূল সুপ্রিমো | যে সমস্ত নতুন মুখকে দলে আনলেন তাঁদের বেশিরভাগই মহিলা | যেমন সায়নী ঘোষ, সায়ান্তিকা তো রয়েছে তেমন রয়েছেণ মালা রায়, কাকলী ঘোষ দস্তিদারের মতো নেত্রীরাও | দলের হয়ে অনবরত কাজ করার জন্যই এবার তারকাদের দায়িত্ব দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তৃণমূলের যুব সভাপতির দায়িত্বে আনলেন সায়নী ঘোষকে | পাশাপাশি বিধায়ক রাজ চক্রবর্তী, লাভলি মৈত্র ও জুন মালিয়াদেরও গুরুত্ব বাড়লো দলে| অভিষেকের ছেড়ে যাওয়া আসনে দায়িত্বে আসলে সায়নী ঘোষ | তাঁর লড়াই দেখে তৃণমূলে বড় দায়িত্ব তাঁর কাঁধেই চাপালেন সায়নী | আগামিদিনে যুবদের নিয়ে নয়া লড়াই তৈরি হবে বলে আশ্বাস সায়নী ঘোষের মহিলাদের সামনে এনে বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি হবে বলে দাবি তাঁর | কৃষক সংগঠনের রাজ্য সভাপতি হতে চলেছেন পূর্ণেন্দু বসু | রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক হলেন কুণাল ঘোষ | এছাড়াও রাজ্য কমিটিতে আনা হল অসীম মাঝি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে | প্রসঙ্গত , হেরে যাওয়ার পরেও বাঁকুড়াতে কাজ করে চলেছেন সায়ন্তিকা | এছাড়াও প্রদ্যোত ঘোষ, বেচারাম মান্নাকে আনা হল রাজ্য কমিটিতে | রাজ তাঁর কেন্দ্রে এতটাই ভাল জনসংযোগ তৈরি করেছিলেন যে, মানুষ তাঁর উপরে আস্থা রেখেছেন | রাজ অবশ্য শুরু থেকেই প্রত্যয়ী ছিলেন নিজের জয় নিয়ে | এ বার দলের অন্দরেও তাঁর দায়িত্ব বাড়ল অনেকটাই | তৃণমূলের কালচারাল সেলের প্রধান হচ্ছেন রাজ চক্রবর্তী | এছাড়াও বঙ্গজননীতে আনা হয়ে জুন মালিয়া ও লাভলি মৈত্রকে |তৃণমূলের সর্বভারতীয় শ্রমিক সংগঠনের সভানেত্রী হচ্ছেন দোলা সেন | শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়| গত কয়েক মাস লাগাতার চা বাগানের শ্রমিকদের স্বার্থে কাজ করে যাচ্ছিলেন ঋতব্রত | যা দলের নজরে পড়ে | আর সেদিকে তাকিয়েই রাজ্যের শ্রমিক সংগঠনের দায়িত্ব তাঁর কাঁধে চাপানো হল | জাতীয় মহিলা তৃণমূলের সভানেত্রী নির্বাচিত হলেন কাকলী ঘোষ দস্তিদার| নয়া দায়িত্ব পেয়ে তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁকে দায়িত্ব পেয়ে কাকলী বলেন, মহিলাদের জন্যে আরও কাজ করতে হবে | উন্নয়ন নিয়ে কাজ করতে হবে | অন্যদিকে বঙ্গজননীর সভানেত্রী হলেন মালা রায়| গোটা রাজ্যে মহিলাদের একজোট করার লক্ষ্যে তিনি কাজ করবেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *