অভিষেক সাহা, মালদহ :- গঙ্গাবক্ষে ভেসে উঠল দুইটি মৃতদেহ| শনিবার সকালে মালদার মানিকচকের ভূতনির চরে গঙ্গায় দেহ দুটি দেখতে পান মৎস্যজীবীরা | পুলিশে খবর দিলে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় | প্রশাসনের তরফে জানানো হয়েছে, দেহ কোথা থেকে এসেছে তার বিস্তারিত তদন্ত হবে | দেহ দুটি কমলা রঙের প্লাস্টিক দিয়ে মোড়া রয়েছে | প্রাথমিকভাবে দেহ দুইটি দেখে অনুমান করা হচ্ছে বেশ কিছুদিনের পুরোনো | উত্তরপ্রদেশে গঙ্গায় ফেলে দেওয়া কোভিড রুগীর মৃতদেহ কিনা তা স্পষ্ট নয় | তবে মালদার মানিকচক ব্লকের প্রশাসন সূত্রে জানা গেছে দেহ দুইটি স্থানীয় কোন ব্যাক্তির নয় |খবর পেয়ে ঘটনাস্থলে যান মানিকচক ব্লক প্রশাসন ও পুলিশ কর্তারা | স্থানীয় বাসিন্দা ভোলানাথ মন্ডল জানান, কিছুদিন ধরে গঙ্গার নদীতে বয়ে যাচ্ছে প্লাস্টিকের মোড়া কিছু সামগ্রী | গত তিনদিন ধরে তার মধ্যে দুইটি কমলা রঙের প্ল্যাস্টিকের থলি এই এলাকার ঘাটে ভেসে আসে | প্রথমে নজরে কিছু আসেনি | গতকাল থেকে এই প্ল্যাস্টিক মোড়া ব্যাগের মধ্যে মানবদেহ দেখা যায় | এই এলাকার দেহ নয় এইগুলি | তবে উত্তরপ্রদেশে, বিহারে গঙ্গাতে ফেলে দেওয়া দেহ কিনা তা প্রশাসন খোঁজ খবর নেবে | তবে এই ঘটনায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে |মানিকচকের বিডিও জয় আহমেদ জানান খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়েছে | রাজ্য সরকারের যে নির্দেশিকা রয়েছে তা কার্যকর করা হচ্ছে | দেহ দুটি নদী থেকে উদ্ধার করে উপযুক্ত সম্মান দিয়ে সৎকার করার ব্যবস্থা করা হয় | প্রশাসনের তরফে জানানো হয়েছে, দেহ কোথা থেকে ভেসে এল তার তদন্ত হবে|দেহ করোনায় মৃতদেরই কি না তা জানতে করা হবে ফরেন্সিক পরীক্ষা |