অভিষেক সাহা, মালদহ :- সোনালী গুহ, দীপেন্দু বিশ্বাস, সরলা মুর্মুদের তালিকায় নাম লেখালেন এবার আরও এক নেত্রী | বিজেপিতে যাওয়া ভুল হয়েছিল বলে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাইলেন মালদহ জেলা পরিষদের সদস্য ডলিরানি মণ্ডল| গত ৮ মার্চ কলকাতা এসে বিজেপির সদর দফতরে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের হাত ধরে মালদা জেলা পরিষদের সদস্যরা যোগ দিয়েছিলেন পদ্ম শিবিরে | ওই দলে ছিলেন ডলিরানি মণ্ডলও | তবে বিধানসভার ভোট মিটতেই একে একে দলত্যাগীরা ফের তৃণমূলে ভোট চাইছেন | এবার সেই তালিকায় তোর নাম তুললেন তিনি | মালদহ জেলা পরিষদের সদস্য ডলিরানি জানিয়েছেন, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তিনি কোনও কাজের সুযোগ পাননি | জেলা সভাপতিকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি তৃণমূলের জয়ী সদস্য | গত বিধানসভা ভোটের আগে আমি ভুল বুঝে বিজেপিতে যোগ দিয়েছিলাম | আমার এই সিদ্ধান্ত চরম ভুল ছিল | তাই আমাকে ক্ষমা করে পুনরায় দলে ফিরিয়ে মানুষের জন্য কাজ করার সুযোগ দিন |’ এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী মৌসম নুর বলেন, ‘আমার কাছে আবেদন এসেছে। আমি বিষয়টা দেখছি | রাজ্য নেতৃত্বকে জানাব |’ ভোটের আগে যাঁরা বিজেপিতে যোগদান করেছিলেন তাঁদের মধ্যে অনেকেই তৃণমূলে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন | সোনালি গুহ, দীপেন্দু বিশ্বাস থেকে শুরু করে মালদার সরলা মুর্মু-অনেকেই রয়েছেন সেই তালিকায়| সেখানেই এবার যুক্ত হল ডলিরানি মণ্ডলের নাম |