প্রসেনজিৎ ধর, কলকাতা :-বিধানসভা ভোটের মুখে যোগদান মেলা এখন গলার কাঁটা হয়েছে বিজেপির | যা নিয়ে অস্বস্তি বাড়ছে বিজেপির অন্দরে| রাজ্যে বর্তমানে বিজেপি বিধায়দের সংখ্যা ৭৫ | ভোটে জয়লাভ করার পরও দুই বিধায়ক ইস্তফা দেওয়ায় কমেছে গেরুয়া শিবিরের বিধায়ক সংখ্যা | বিরোধী শিবিরের দলনেতা নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী | এই অবস্থায় অন্তত ৩৩ জন বিজেপির বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে | বিষয়টি নিয়ে আজ জানতে চাওয়া হলে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্য বিজেপি সহ-সভাপতি শমীক ভট্টাচার্য |এদিন তিনি বলেন, ‘আমার কাছে খবর রয়েছে, ৭২ জন বিধায়কই তৃণমূলে যাচ্ছেন |’এদিন শমীকবাবু বলেন, ‘কেউ দল ছাড়তে চাইলে বিজেপি আটকাবে না | যে যেখানে গিয়ে শান্তি পাবেন সেখানে যাবেন | বিজেপি কাউকে জোর করে দলে যোগদান করায়নি |’ সঙ্গে তাঁর দাবি, ‘বহু জায়গায় ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে |’ রসিকতা করে তিনি বলেন, ‘আমার কাছে খবর আছে বিজেপির ৭২ জন বিধায়কই তৃণমূলে যোগদান করতে চলেছেন |’অন্যদিকে ভোটের পর আজ বাঁকুড়া সফরে গিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ |
কিন্তু সেই সফরের আগেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ফেলে দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ | বাঁকুড়ার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন তিনি | তাৎপর্যপূর্ণভাবে, দিলীপের আগমনবার্তা আসার পরই ওই গ্রুপ ত্যাগ করেন সৌমিত্র | যদিও সৌমিত্রর প্রসঙ্গে শমীক সাফ করে দেন, তাঁকে নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই | বিধানসভা নির্বাচনে ফল আশানুরুপ না হওয়ার পর থেকেই বেরিয়ে পড়েছে বিজেপির সংগঠনের কঙ্কালসার চেহারাটা | একে একে তৃণমূলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন সোনালি গুহ, দীপেন্দু বিশ্বাস, সরলা মুর্মুরা | রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষালও পা বাড়িয়ে আছেন বলে সূত্রের খবর |