দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চাঞ্চল্যকর ঘটনা,হেস্টিংসে বিজেপির কার্যালয়ের কাছেই উদ্ধার হল ৫১টি বোমা | ঘটনাটি ঘটেছে শনিবার রাতে | খিদিরপুর ও হেস্টিংস ক্রসিং এলাকা থেকে মিলেছে বোমা ভরা বস্তা | এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের ছায়া নেমে এসেছে| তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার একটি দল | সেখান থেকে উদ্ধার হয় ৪টি বস্তা| যার ভিতরে রাখা ছিল ৫১টি তাজা বোমা |পুলিশ সূত্রে খবর, ফলের ঝুড়িতে খড় দিয়ে লুকানো ছিল ওই বোমাগুলি |
প্রথমে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে যে হেস্টিং এলাকায় কয়েকটি বস্তা পড়ে আছে | বস্তাগুলির মধ্যে বোমা থাকার সম্ভাবনা হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা | এরপরই খবর যায় পুলিশের কাছে| জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা ছাড়াও এই ঘটনা প্রসঙ্গে পুলিশকে তথ্য জানিয়েছিল সেনার গোয়েন্দারা | জানা গিয়েছে, রাত ১০টা নাগাদ হেস্টিংসে পৌঁছয় বম্ব ডিসপোজল স্কোয়াড | তার আগে গোটা এলাকা ঘিরে ফেলে হেস্টিংস থানার পুলিশ | বোমাগুলিকে কেন্দ্র করে যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে, তা নজরে রাখে পুলিশ| এদিকে বম্ব ডিসপোজল স্কোয়াড বোমাগুলিকে নিষ্ক্রিয় করে| এই ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর| কোথা থেকে বোমাগুলি এল, কে বা কারা বোমাগুলি রেখে গেল, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ | তদন্তকারীদের দাবি, বোমাগুলি নিয়ে এসে পাচার করার চেষ্টা হচ্ছিল | পুলিশ দেখে তিন দুষ্কৃতী পালিয়ে যায় | খবর পেয়ে হেস্টিংস থানার পুলিশ ঘটনাস্থলে যায় | এগুলি দেখে কৌটোবোমা বলেই প্রাথমিক সন্দেহ পুলিশের | যারা এই বোমা এনেছিল তাদের এখনও চিহ্নিত করা যায়নি | সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেই জানিয়েছে পুলিশ ত তদন্তকারীদের মতে, কলকাতা থেকে একসঙ্গে এত বোমা উদ্ধার বিরল | এর আগে সেনা গোয়েন্দাদের খবরের ভিত্তিতে এন্টালি ও হেস্টিংস থেকে ৩০টি বোমা উদ্ধার হয়েছিল |