প্রসেনজিৎ ধর :- ইয়াস বিধ্বস্ত সুন্দরবনে ত্রাণ দিতে যাওয়ার সময় দুর্ঘটনা | উল্টে যায় গাড়ি | দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের | ১৫ জন আহত বলে জানা যাচ্ছে | তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক| ২৬ মে ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা | জলে ডুবেছে ঘরবাড়ি | খাবারের অভাবে অসহায় হয়ে পড়েছেন সেখানকার গ্রামের মানুষজন| পীড়িত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন লোকনাথরা | উল্টোডাঙা মুচিবাজারের নিউ গোল্ডেন স্টার ক্লাবের তরফে সুন্দরবনের মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল | কাকভোরেই ৩টে গাড়ি খাবার, জামা-কাপড় নিয়ে রওনা দেন| বাসন্তী হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন তাঁরা | সেখানেই ঘটকপুকুরের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি | মোট তিনটি গাড়িতে ত্রাণ নিয়ে যাচ্ছিলেন তাঁরা | জানা গিয়েছে, গাড়ি উলটে যাওয়ায় প্রাণ হারান লোকনাথ। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন | তিনটে গাড়ির মধ্যে একটি গাড়ি (ছোটা হাতি) উল্টে যায় সেই গাড়ির মধ্যে ছিলেন ৭ থেকে ১০ জন | তার মধ্যে বছর ৩২ বছরের লোকনাথ মারা গিয়েছেন দুর্ঘটনায় | জানা গিয়েছে, ২ বছর আগেই বিয়ে হয়েছে তাঁর | ৬ মাসের একটি সন্তানও রয়েছে | অন্যদিকে, রাজীব সাহা নামে এক ব্যক্তি গুরুতর আহত | তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন | এই ঘটনায় শোকের ছায়া নেমেছে লোকনাথের পরিবারে | তাঁর বাড়ির লোকেরা জানাচ্ছেন, সম্প্রতি মারা গিয়েছেন লোকনাথের বাবা | দিন দুয়েক আগেই তাঁর পারলৌকিক কাজ করেছেন লোকনাথ | তারপরই দুর্গতদের পাশে দাঁড়াতে সুন্দরবন যাচ্ছিলেন | কিন্তু সমাজসেবা করতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না তাঁর | কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে |