নিজস্ব সংবাদদাতা :- “বিধানসভায় দম বন্ধ করে দেব | বাইরেও আন্দোলন করব’ | বাঁকুড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেসকে ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ| দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে শনিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে গিয়েছেন তিনি | রবিবার সকালে প্রাতঃভ্রমণ সেরে শহরের পোড়ামাটির হাটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, “দল ঠিকই আছে। বাংলায় ৩৮ শতাংশ ভোট পেয়েছে | বাংলার বাইরে হলে এই সংখ্যক ভোটে সরকার গঠন করতে পারতাম | ৭৫ টা সিট এখন আমাদের বিধানসভায় আছে | বিধানসভায় দমবন্ধ করে দেবো আর বাইরেও আন্দোলন করবো| যে ধরনের অত্যাচার-লুঠপাট শুরু হয়েছে, সাধারণ মানুষ খুব ভয়ে রয়েছে |”
এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন,”দম কেউ বন্ধ করতে পারবে না, বাইরে আন্দোলনও কত দূর করতে পারেন, তা তো দেখা গিয়েছে | হেরে ভূত হয়ে গিয়েছে | ১০০-র গণ্ডি পেরোতে পারেনি ওরা | বড় বড় কথাই বলতে পারেন, মানুষ সব বুঝে গিয়েছে|”বিধানসভা ভোটে দলের পরাজয় প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, ‘বুথ স্তরে সংগঠনকে আমরা পোক্ত করতে পারিনি | সংঘর্ষের ভয় পেয়েছেন অনেকে। তাই নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে |’জঙ্গলমহলে পঞ্চায়েত-লোকসভা ভোটে ভাল ফল করলেও বিধানসভায় খারাপ ফল হয়েছে | এক্ষেত্রে কর্মীদের কম অভিজ্ঞতাই এর জন্য দয়ী বলে মনে করেন তিনি | একইসঙ্গে ফলাফল ঘোষণার দিন ভয় পেয়ে গণনা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ও কাউন্টিং এজেন্ট অনেকেই পালিয়ে যাওয়ার কারণে, জেতার সম্ভাবনা ছিল এমন অনেক আসনেও দলের হার হয়েছে বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি | তবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতাদের জন্যই এই পরাজয়, এমনটা মানতে চাননি দিলীপ ঘোষ | তিনি বলেন, ‘দলকে বড় করতে ওইসব নেতাদের নেওয়া হয়েছিল | তাঁদের অনেকেই ভোটে জিতেছেন |’ একইসঙ্গে ফের কয়েকজনের বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘যাঁরা সুবিধা ছাড়া থাকতে পারেন না তাঁরাই ফিরে যাবেন |’ বিশ্লেষকরা বলছেন শাসকদলকে চাপে রাখতেই এহেন কড়া বার্তা বিজেপি রাজ্য সভাপতির |