অভিষেক সাহা :- করোনাকালে মানবিক উত্তর দিনাজপুরের কলেজ ছাত্রী অর্পিতা সরকার | লকডাউনে যখন বন্ধ সরকারি বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান,তখন গৃহ শিক্ষিকতা করেই চলছে নিজের পড়াশোনা ও সংসার | আর তার থেকেই সঞ্চিত কিছু অর্থ দিয়ে অসহায় প্রান্তিক মানুষদের মাঝে পাশে দাড়ালো গৃহ শিক্ষিকা তথা কলেজ ছাত্রী অর্পিতা সরকার |রবিবার দুপুরে গোপীনাথপুর গ্রামের প্রায় কুড়িটি পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় অর্পিতা সরকার |
অর্পিতা উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা | নার্সারী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত পড়ুয়াদের পাঠদান করে চলেছেন ওই যুবতী তথা কলেজ ছাত্রী| এবার হরিরাম বি-এড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী | বাবা পেশায় টোটো চালক | সংসারে এক মেয়ে অর্পিতা | পড়াশুনার পাশাপাশি সংসার হাল ধরতে বাড়ি বাড়ি টিউশনি করে বেড়ায় অর্পিতা | তবে করোনার দ্বিতীয় স্রোতে রাজ্য সরকারের তরফে ঘোষণা হয়েছে কার্যত লকডাউন | এই পরিস্থিতিতে তার গ্রামেই গোপীনাথপুর গ্রামের দারিদ্রতার ছাপ স্পষ্ট | কেউ বা ইটাভাটা আবার কেউ শ্রমিকের কাজে যুক্ত | তবে লকডাউনে তাদের অনেকের কাজ নেই | তাদের কথা ভাবিয়ে তুলেছে তেইশ বছরের যুবতীর| তাই সে ঠিক করে টিউশনির জমানোর অর্থ দিয়ে সাহায্য করবে গরীব মানুষকে | আর যেমন ভাবনা তেমনই কাজ | এলাকায় অসহায় মানুষদের জন্য চাল,ডাল,আলু সয়াবিন,সরষে তেল সহ অন্যান্য খাদ্য সামগ্রী কিনে গরীব মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে দিলেন | রবিবার দুপুরে গোপীনাথপুর গ্রামের প্রায় কুড়িটি পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় অর্পিতা সরকার | এছাড়া গৃহবধূরে মুখে করোনা প্রতিরোধকারী সার্জিক্যাল মাস্ক পড়িয়ে দেয় অর্পিতা |
ওই কলেজ ছাত্রী অর্পিত সরকার জানান,’ আমার শিক্ষকতায় জ্ঞান অর্জন করেছি মানব সেবাই হচ্ছে ইশ্বর সেবা,তাই এই ক্ষুদ্র প্রয়াস|’ মধ্যবিত্ত পরিবারের কলজে ছাত্রী তথা গৃহ শিক্ষিকার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে উত্তর দিনাজপুর জেলাবাসী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ |