প্রসেনজিৎ অধিকারী, হাওড়া :- বেলুড়ে সমাজবিরোধী তোলাবাজির টাকা দিতে অস্বীকার করায় আক্রান্ত কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র | ঘটনাস্থল বেলুড়ের অভয় গুহ রোডের বিবেকানন্দ কলোনি| এখানে এক বহুতল বিল্ডিং এর পাঁচ তলায় পরিবারসহ বসবাস করেন শ্রীকান্ত কুমার | আর ওই এলাকাতেই তার একটি ভাড়ার মিষ্টির দোকান আছে | সেই মিষ্টির দোকান দেখাশোনা করে দীপক কুমার নামের ওই ছাত্র | আসলে সে পাটনার বাসিন্দা | তার অভিযোগ আজ বিকাল সাড়ে তিনটা নাগাদ সে যখন সে তার দোকানের দিকে যাচ্ছিল তখন তার রাস্তা আটকে দাঁড়ায় রবীন সিং নামে এলাকার এক যুবক ও তার এক সঙ্গী | অভিযোগ নেশা করার জন্য তার কাছ থেকে টাকা চাইলে সে দিতে অস্বীকার করায় তার ওপরে তারা দুজন ঝাঁপিয়ে পড়ে | বেধড়ক মারধর করে তাঁকে বলে অভিযোগ | শুধু কিল ঘুসি নয় তার সঙ্গে রাস্তায় পড়ে থাকা ইট দিয়েও তাকে মারধর করা হয় বলে জানিয়েছে আহত যুবক |
খবর পেয়ে তার দাদা শ্রীকান্ত সেখানে উপস্থিত হলে দাদাকেও ছাড়েনি বলে অভিযোগ | এরপর লোক জড়ো হলে রবীন সিং ও তার সঙ্গী সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ | শুধু তাই নয়, আহত ছাত্রের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়ে ফিরে আসার সময় তাকে ফের রাস্তায় ধরে ওই তোলাবাজ অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে | অভিযোগ না তুললে তার এবং তার পরিবারের সকলের প্রাণহানির ভয় দেখায় বলেও অভিযোগ | সমস্ত ঘটনায় আতঙ্কিত ওই তরুণ এবং তার পরিবারের লোকজন | বেলুড় থানায় অভিযোগ দায়ের হয়েছে | পুলিশ তদন্ত শুরু করেছে|