নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-ঘর ছাড়াদের নিয়ে ফের টুইট চালাচালি | ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের ঘরে ফেরাতে আরও তৎপর তথাগত রায় | চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে ফের টুইট চালাচালি শুরু করলেন তিনি | ঘরছাড়াদের তথ্য দিতে রাজ্যের মন্ত্রীর হোয়াটসঅ্যাপ নম্বর কিংবা ই-মেল আইডি চাইলেন | পালটা ঘরছাড়াদের ঘরে ফেরানোর আশ্বাস দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য |আবারও তথাগত রায়ের টুইটের পালটা জবাব দিলেন চন্দ্রিমা | রাজ্যের মন্ত্রী টুইটের শুরুতেই তথাগত রায়কে ধন্যবাদ জানান | তিনি লেখেন, রাজ্য সরকার ২৪ ঘণ্টা কাজ করছে | যত তাড়াতাড়ি সম্ভব ঘরছাড়াদের আশ্রয়স্থল ফিরিয়ে দেওয়ারও আশ্বাস দেন চন্দ্রিমা | ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় ঘরছাড়াদের ফেরানোর ক্ষেত্রে কোনও উদ্যোগ নিচ্ছেন না বিজেপি নেতারা | নাম না করে শীর্ষ বিজেপি নেতাদের বিরুদ্ধে সম্প্রতি এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন তথাগত রায় সেই সময় ঘরছাড়াদের ফেরাতে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য | গত কয়েকদিন ধরেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং বিজেপি নেতা তথাগত রায়ের মধ্যে টুইট-আলাপের একটা পর্ব শুরু হয়েছে | ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের ফেরানো নিয়ে এই টুইট | দু’পক্ষই সবরকম সৌজন্য বজায় রেখে এই পর্ব চালাচ্ছেন | রবিবার নতুন একটি টুইট করেন তথাগত রায় | যেখানে তিনি চন্দ্রিমা ভট্টাচার্যকে ট্যাগ করে লেখেন, ঘরছাড়াদের সম্পর্কে কিছু তথ্য দেবেন তিনি | এ শুধু হিমশৈলের চূড়া, তথ্য সীমিত | ঘরছাড়াদের ফেরাতে পুলিশকে কাজে লাগান|
হোয়াটসঅ্যাপ বা ইমেল আইডি দিন | তারই পাল্টা টুইট করে সোমবার চন্দ্রিমা তথাগতকে অনুরোধ করেন, ‘আপনার সীমাবদ্ধতা বুঝতে পারছি | সরকার ঘরছাড়াদের ফেরাতে সর্বক্ষণ সচেষ্ট| ডিরেক্ট মেসেজ করুন | ইমেল অ্যাডড্রেস দিচ্ছি |’