প্রসেনজিৎ ধর, কলকাতা :- যুব তৃণমূলের সভানেত্রী পদে বসানো হয়েছে তাঁকে | শনিবার সেই দায়িত্ব পাওয়ার পর আজ তৃণমূল ভবনে গেলেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষ | বলে দিলেন, ”২০২৪-এ লড়াই নয়, বড় খেলা হবে |” এদিন তিনি জানান, এর আগে মাত্র একবার তৃণমূল ভবনে এসেছেন | আর এটা দ্বিতীয়বার তৃণমূল ভবনে দফতর চিনে নেওয়া থেকে শুরু করে সেখানকার কর্মীদের সঙ্গে আলাপ করাই তাঁর প্রথম কাজ | আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বললেন, ‘দু-এক দিনের মধ্যে সবটাই বুঝে নেব |’ সায়নী আরও বলেন, ‘আসানসোলে ছোট পরিসরের মধ্যে সংগঠনটা করার চেষ্টা করেছিলাম, সেটা দিদি দেখেছেন বলেই এই দায়িত্ব দিয়েছেন |’ এই বিষয়ে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে কথা হয়েছে বলেও জানিয়েছেন সায়নী | মমতা তাঁকে বলেছেন, ‘জমিয়ে কাজ কর |’আর তাই সোমবার দুপুরে সায়নী তৃণমূল ভবনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেন | সদ্য প্রাক্তন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার কথা তাঁর | অভিষেকের থেকেই সমস্ত কাজ বুঝে নেবেন সায়নী | তিনি জানিয়েছেন, খুব শিগগিরই জেলাস্তরের যুব সংগঠনের সঙ্গে আলোচনায় বসবেন | তৃণমূল ভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানানোর পাশাপাশি সংগঠনকে চাঙ্গা করতে সায়নীর আত্মবিশ্বাসী বক্তব্য, ”২০২৪-এ লড়াই হবে না, বড় খেলা হবে |” সায়নীর পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তির জন্য তাঁর কাঁধে সংগঠনের বড় দায়িত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী | নতুন করে সংগঠন সাজিয়ে নেওয়ার পিছনে তৃণমূল সুপ্রিমোর মূল লক্ষ্য হল, ২০২৪-এর লোকসভার লড়াইয়ের প্রস্তুতি আরও গুছিয়ে করা | জাতীয় স্তরের নির্বাচনী যুদ্ধে যে এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, সেই ইঙ্গিত স্পষ্ট | নতুন যুব তৃণমূল সভানেত্রী সায়নীর পাখির চোখও তাই চব্বিশের দিকেই |