প্রসেনজিৎ ধর, হুগলি :- ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল হুগলির পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতাল|উত্তেজিত জনতা হাসপাতাল চত্বরে ভাঙচুরের পাশাপাশি বেধড়ক মারধর করে এক চিকিৎসককে | পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়ে জখম হন এক পুলিশ কর্মীও | সোমবার সকালে ঘটনার সূত্রপাত ঘটে হুগলি পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল চত্বরে | এদিন সকালেই পাণ্ডুয়ার কোটালপুকুরের বাসিন্দা শেখ ইসলাম হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আচমকাই বুকে ব্যথা শুরু হয় তাঁর | পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় | বুকে ব্যথা নিয়ে রোগীকে ভর্তি করা হয় হাসপাতালে | সেই সময় হাসপাতলে দায়িত্বে থাকা চিকিৎসক রোগীকে প্রাথমিক পর্যবেক্ষণের পর একটি ওষুধ দেন | কিন্তু চিকিৎসক ওষুধ দেওয়ার পরই মৃত্যু হয় রোগীর বলে অভিযোগ |
এর মিনিট পাঁচেক পরেই মৃত্যু হয় অসুস্থ যুবকের এরপরই ভুল চিকিৎসায় রোগী মৃত্যু হয়েছে বলে হাসপাতলে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর আত্মীয় পরিজনরা | রোগী মৃত্যুর ঘটনায় বিক্ষোভ থেকেই কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে হুগলি | অভিযোগ করেন, ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে শেখ ইসলামের | এই অভিযোগে তারা হাসপাতলে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুরও চালায় | এমনকি মারধর করা হয় ওই চিকিৎসককে বলেও অভিযোগ | রাস্তা আটকে বিক্ষোভ দেখাতেও শুরু করে রোগীর পরিবার | গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পান্ডুয়া থানার বিশাল পুলিশ বাহিনী | পুলিশের সামনেই উত্তেজিত জনতা ভাঙচুর ও অবরোধ চালিয়ে যায় | সেই সময় জখম হন এক পুলিশ কর্মীও | দীর্ঘক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে আয়ত্তে আসে পরিস্থিতি | রোগীর মৃত্যু প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শেখ ইসলামকে যখন হাসপাতালে আনা হয় তখনই তার অবস্থা আশঙ্কাজনক ছিল | এই ঘটনায় হাসপাতাল বা চিকিৎসকের কোনও গাফিলতি ছিল না বলে জানানো হয় |ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস পুলিশের |