Breaking News

করোনা পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত! চলতি বছর বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, নবান্নে ঘোষণা মমতার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কোভিড আবহে চলতি বছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে না, সোমবার এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | কোভিডের আবহে চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া ঠিক হবে কী হবে না তা জানতে চেয়ে গতকালই রাজ্যের আমজনতা থেকে পরীক্ষার্থী, তাঁদের অভিভাবক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের কাছ থেকে তাঁদের অভিমত চেয়েছিল রাজ্য সরকার | এদিন দুপুর ২টো পর্যন্ত সেই সিদ্ধান্ত ইমেল মারফর পাঠাবার সময়সীমা ধার্য হয়েছিল|এরপরই দুপুর ৩টের কিছু পরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেন এইবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে না | তবে মূল্যায়ণ হবে,আগামী ৭ দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে কীভাবে সেই মূল্যায়ণ হবে | কোভিডের এই আবহে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা হবে কী হবে না তা নিয়ে ই-মেল মারফত রাজ্যের সাধারণ মানুষের মতামত চেয়েছিল রাজ্য সরকার | সেই মতামতের ভিত্তিতে এদিনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী | তিনি বললেন, ‘৩৪ হাজার ই-মেল পেয়েছে রাজ্য সরকার | সেই সিদ্ধান্তের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বাতিল করা হল | ৭ দিনের মধ্যে জানানো হবে, কীভাবে মূল্যায়ন হবে | মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সঙ্গে সিবিএসই ও আইসিএসই ও আইএসসি-এর সঙ্গে মিলিয়ে যেন পরীক্ষা নেওয়া হয় | পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে | এই দুটি বিষয় আমরা রাজ্য সরকারের তরফে বিশেষজ্ঞ কমিটিকে জানিয়েছি| জনমতকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে |’ এদিন মুখ্যমন্ত্রী এটাও জানান যে, ‘বিশেষজ্ঞ কমিটির পরামর্শ, এ বছর পরীক্ষা না করার দিকেই| ৮৩ শতাংশ মানুষ পরীক্ষা না নেওয়ার পক্ষে | ই-মেলে সাধারণ মানুষ সেই মতামতই জানিয়েছেন|’সেই রিপোর্ট দেখেই পরীক্ষা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *