প্রসেনজিৎ ধর, হুগলি :- এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে কর্মী বিক্ষোভে ইন্ধন জোগানোর অভিযোগে হুগলির নেতা সুবীর নাগকে শো-কজ নোটিস পাঠাল বিজেপি | সোমবার সুবীরকে চিঠি পাঠিয়েছেন রাজ্য বিজেপি-র সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়। সেখানে বলা হয়েছে, দল মনে করছে অডিয়ো ক্লিপে যিনি নির্দেশ দিচ্ছেন সেই কণ্ঠস্বর সুবীরের |
এর পাশাপাশি দলের বিরোধী কাজ করা ও অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খোলার অভিযোগও তোলা হয়েছে সুবীরের বিরুদ্ধে | গত শুক্রবার চুঁচুড়ায় সাংগঠনিক বৈঠকে যান দলের রাজ্য সভাপতি দিলীপ,সঙ্গে ছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় | সেই সময় এক দল বিজেপি কর্মী বিক্ষোভ দেখাতে শুরু করে। | তখন থেকেই অভিযোগ ওঠে হুগলি লোকসভা এলাকা নিয়ে গঠিত বিজেপির সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর ওই বিক্ষোভে ইন্ধন জুগিয়েছেন দিলীপ ঘোষকে ঘিরে বিজেপি কর্মীদের বিক্ষোভ প্রদর্শনের প্রেক্ষিতে এমনই এক অডিয়ো ক্লিপ রবিবার ভাইরাল হয় | যা নিয়ে তীব্র শোরগোল শুরু হয় রাজ্য বিজেপির অন্দরে | সন্দেহ করা হয় দিলীপ ঘোষকে ঘিরে এই বিক্ষোভে মদত দেন যিনি, তিনি বিরোধী দলের কেউ নন তিনি হুগলির বিজেপি নেতা সুবীর নাগ | এবার সেই অভিযোগে হুগলির নেতা সুবীর নাগকে শো-কজ নোটিস পাঠাল বিজেপি|এমনকি সেই অডিয়ো ক্লিপের জেরে তাঁকে ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে | প্রসঙ্গত, সোমবারও দলের বিরুদ্ধে ফেসবুকে সরব হয়ে সুবীর দাবি করেছেন, ‘বড়’ ব্যর্থতা আড়াল করার জন্যই ছোট বিষয়কে ‘বড়’ করে দেখানো হচ্ছে| তিনি লেখেন, ‘জেলার অপদার্থ নেতৃত্ব আজ সংগঠনকে শেষ করার জন্য দায়ী | অথচ সেই দায় না নিয়ে মিথ্যাচার করছে|’ প্রথমে এই বিক্ষোভের জন্য তৃণমূলের দিকে আঙুল তোলে গেরুয়া শিবির | কিন্তু এই অডিয়ো ক্লিপ ভাইরাল হওয়ার পর অন্য মাত্রা পেল এই বিতর্ক |